Welcome to Sports Department
বাংলাদেশের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান্ রাজশাহী কলেজ।শতাব্দীকাল পেরিয়ে রাজশাহী কলেজ আজ সার্ধশত দ্বারপ্রান্তে উপনীত। এই কলেজ জন্ম দিয়েছে অসংখ্য কৃতী সন্তান, যাঁরা দেশের গুরুত্বর্পূণ পদে আসীন থেকে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে চলেছেন। ছাত্র। ছাত্র-ছাত্রীদের নানাবিধ ক্রীড়া ও শরীরচর্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ কলেজের সুনামকে বৃদ্ধি করে আসছে অনেক আগে থেকেই। রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র খালেদ মাসুদ পাইলট এবং জুনায়েদ সিদ্দিক জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে করেছেন আলোকিত ।বাংলাদেশের অনেক নামকরা ক্রীড়াবিদ এই কলেজের মাঠ থেকে উঠে এসেছেন। এমনকি বিশ্বক্রীড়ার সর্ববৃহৎ আসর ১৯৮৫ সালের লসএঞ্জেলস অলিম্পিক এর মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা বহন করেন এই কলেজের প্রাক্তন ছাত্র ও এক সময়ের দেশের দ্রুততম মানব সাইদুর রহমান ডন। ২য় এবং ৪র্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস্ এর ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং বর্শ নিক্ষেপ প্রতিযোগিতায় যথাক্রমে চাম্পিয়ন এবং বানার্স আপ হয় রাজশাহী কলেজের ছাত্র।… আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় ২০১২-তে চাম্পিয়ন হয় রাজশাহী কলেজের ছাত্রী তানজিলা আখতার। ১৬তম জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হয় রাজমাহী কলেজ ক্রিকেট দল। দীর্ঘ ব্যন্ধ্যাত্বের পর ২০০৬ সাল থেকে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পুনঃপ্রবর্তনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক জনাব মো. আব্দুর রহমান এবং মো. শাহজাহান আল িদেশের ক্রড়াঙ্গনে উপহার দিয়ে গেছেন অসংখ্য নামকরা ক্রীড়াবিদ। বর্তমানে কর্মরত ক্রীড়া শিক্ষক মো. আজাদ শাহ্ চৌধুরী রাজশাহী কলেজের ক্রীড়াঙ্গনকে আলোকিত করে চলেছেন।