রাজশাহী কলেজ : আর.সি.ডি.এস
‘যুক্তি যেখানে অবিচল, মুক্তি সেখানে অনিবার্য, মুক্ত বুদ্ধি চর্চার এর শ্লোগান রাজশাহী কলেজ ডিবেটিং সোসাইটির। তাদের জন্ম ২০০৮ এর ২০ আগস্ট। পাঁচ বছরে তাদের সাফল্য ঈর্ষণীয়। ২০০৯ সালে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ আন্তঃকলেজ প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছে। রাজমাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রতিযোগিতায় রানারআপ হবার গৌরব অজর্ন করেছে। তারা কলেজে নিয়মিতবাবে আন্তঃ বিবাগ ও আন্তঃ শ্রেণি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষক :
ড. কামাল হোসেন, সহযোগী অধ্যাপক;
ড. সাম্যসাথী ভৌমিক, সহকারী অধ্যাপক;
ড. নিতাই কুমার সাহা, সহকারী অধ্যাপক;
ড. আবু রেজা আজাদ, প্রাভাষক।
Principal
Towards the journey of higher education in Bangladesh Rajshahi College is one of the path finders and a distinctive institution…