Rajshahi College, Rajshahi

“Choose your career carefully and we’ll help you find your way..”

BNCC Overview

বিএনসিসি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনস্ত একটি সংস্থা। দেশের যুব সমাজ তথা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সাথে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান ,শৃংখা ও একতার সাথে উদ্ধুদ্ধ করে যোগ্য নাগরিক হিসাবে গড়েতোলার লক্ষ্যে বিএনসিসি প্রতিষ্ঠা করা হয়।

ইতিহাসঃ ১৯২৩ সালে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স (আই টি এফ) এ্যাক্ট পাশ হবার পর কতিপয় বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ট্রেনিং কোর (ইউটিসি) স্থাপিত হয়। ১৯২৮ সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিসি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়। ১৯৪৩ সালে এ সংগঠনের নাম পরিবতন করে ইউনিভারসিটি অফিসার্স্ ট্রেনিং কোর (ইউ ও টি সি) করা হয়। ১৯৬৬ সালে জুনিয়র ক্যাডেট কোর (জে.সি ও) প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ইউওটিসির সদস্যবৃন্দ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসীম সাহসিকতা ও বজ্রকঠিন দৃঢ়তা নিয়ে স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে এ কোরের গৌরব ও ঐতিহ্য সমুন্নত রাখেন।

১৯৭৬ সালের মাসে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা উত্তর প্রথম প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ মার্চ ১৯৭৬ তারিখে প্রশিক্ষন শিবিরে আনুষ্ঠানিক কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। ১৯৭৬ থেকে ১৯৭৮ পর্যন্ত ইউওটিসি, বিসিসি, জেসিসি এর ক্যাডেটগণ জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মকান্ডে বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপরোক্ত সংগঠন গুলোর কার্যক্রম আরো সম্প্রসারিত ও যুগোপযোগী করার লক্ষ্যে ২৩ মার্চ ১৯৭৯ তারিখে সরকারী আদেশবলে সংগঠন গুলোকে একিভূত করে বাংলাদেশ ন্যাশন্যাল ক্যাডেট কোর (বি এন সি সি) গঠন করেন।

বর্তমানে রাজশাহী কলেজে ৩টি প্লাটুন রয়েছে তন্মধ্যে একটি মহিলা প্লাটুন। উল্লেখ্য যে, রাজশাহী কলেজ বিএনসিসি ইউনিট বি কোম্পানীর সদর দপ্তর। বি কোম্পানীর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক- মো: আতাউর রহমান।

Senior Platoon commander

At a Glance

Photo Gallery

Download Budget Format

https://rc.gov.bdwp-content/uploads/2019/11/Budget_RC_Arts-Com_14-15.xlsx
Contact Us

Contact Information:

Phone Number: +88 0721 775570
E-mail: rcbncc@gmail.com

Official Facebook page for this department

Library Staffs

SL BNCC Teachers’ Name Designation Contact No.
01. Platoon commander (Female)
02. PUO Md. Aminul Islam, Lecturer, Urdu Platoon commander (Male) 01711000858
03. PUO Amirul Islam, Lecturer, Arabic & Islamic Studies Platoon commander (Male) 01725621505

Recent Events & Notices

২০২৩ সালের ৩য় বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার ফরম পূরণ ২০/০১/২০২৫ খ্রিঃ থেকে ৩০/০১/২০২৫ খ্রিঃ পর্যন্ত। ফিসের পরিমান জানতে এখানে ক্লিক করুন।


সার্বজনিন পেনশন স্কীম “প্রত্যয়”-এর শুভযাত্রা ও প্রাসঙ্গিক বিষয়ের স্পষ্টীকরণ


২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি


২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির আবেদনঃ ১৭/০৫/২৪ থেকে ২৯/০৫/২৪ পর্যন্ত।


২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপ আবেদন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি


উচ্চ মাধ্যমিক অভ্যন্তরীন পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

Notices and Orders

Calendar
January 2025
SunMonTueWedThuFriSat
1234
567891011
12131415161718
19202122232425
262728293031

বিএনসিসি ক্যাম্পে অনুশীলন