বিভাগ পরিচিতি

রাজশাহীর নিসর্গভূমি হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজ। অবিভক্ত বাংলার শিক্ষার গৌরবময় ইতিহাসের ধারক-বাহক এ কলেজের অন্যতম একটি বিভাগ হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রতিষ্ঠার পর থেকে একাডেমিক ফলাফলসহ নানামূখি সৃজনশীল ইতিহাস মূলত একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের সমাজ, সভ্যতা ও মানুষের সার্বিক কর্মসম্পাদনার উপর তথ্য ও প্রমাণ সাপেক্ষে গবেষণা করে এবং গবেষণালব্ধ জ্ঞান দ্বারা একটি সমাজ, রাষ্ট্র

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

ও সভ্যতার উত্থান, বিকাশ, সার্বিক জীবনযাত্রা ও পতনের দিকগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণপূর্বক যে সিদ্ধান্তে উপনীত হয় সে সব সিদ্ধান্তই মানব ইতিহাসের বর্তমান ও ভবিষ্যত নীতিনির্ধারণকে ঋদ্ধ করে যা আধুনিক যুগে আরো জোরালোভাবে প্রতিভাত হচ্ছে। উন্নত রাষ্ট্র এবং সভ্যতার ধারকরা তাদের নিজেদের গৌরবময় ইতিহাস পঠন ও পাঠনের মাধ্যমে জাতির মধ্যে আত্মবিশ্বাস, দেশপ্রেম ও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নাগরিকদের সচেতন করছে। একই সাথে বৈশ্বিক ইতিহাসের বিভিন্ন দিকের জ্ঞান অর্জন ও পর্যালোচনা পূর্বক নীতি প্রনয়নের মাধ্যমে নিজেদের লাভবান হওয়ার বিষয়টিকে বিবেচনায় নিচ্ছে। উন্নয়নশীল ও অনুন্নত রাষ্ট্রগুলোও নিজেদের সামর্থ্য অনুযায়ী জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের ভিত্তিতে জ্ঞান অর্জনের মাধ্যমে জাতীয়তাবোধসম্পন্ন দেশপ্রেমিক ও সচেতন নাগরিক তৈরীর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এভাবে সকল সমাজ ও রাষ্ট্রই উপরোক্ত ধারাবাহিকতায় ইতিহাসের পঠন, পাঠন ও গবেষণার বিষয়ে অধিক যত্নবান হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ প্রতিষ্ঠার সময় থেকেই প্রথমে উচ্চ মাধ্যমিক ও পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইতিহাস বিষয়ের পাঠদান গুরুত্বের সাথেই গ্রহণ করা হয় । এই কারণেই রাজশাহী কলেজে একটি স্বতন্ত্র ও ঐতিহ্যবাহী বিভাগ হিসেবে ইতিহাস বিভাগ প্রতিষ্ঠিত হয়। ইতিহাস বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকেই ইতিহাসের প্রায়োগিক জ্ঞানসমৃদ্ধ মানুষ গড়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং এই বিভাগের অনেক শিক্ষক-শিক্ষার্থী দেশ-বিদেশের প্রথিতযশা ঐতিহাসিক ব্যক্তিত্বে স্মরণীয় বরণীয় হয়ে আছেন।

পরিচ্ছেদসমূহ

ইতিহাস বিভাগ প্রতিষ্ঠার প্রথম দিনগুলি

১৮৭৩ সনের ১ এপ্রিল তৎকালীন বাউলিয়া ইংলিশ স্কুলে মাত্র ৬ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী কলেজের যাত্রা শুরু। অবিভক্ত বাংলায় সরকারি মর্যাদায় এটি প্রথম শ্রেণির দ্বিতীয় কলেজ। এফ.এ ক্লাস দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এই কলেজটিতে একাদশ থেকে মাস্টার্স শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ১৮৭৩ সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইতিহাস বিষয়ে পাঠদান করা হয়। ১৮৭৮ খ্রিস্টাব্দ থেকে রাজশাহী কলেজে বি.এ, বি.এল কোর্স এবং ১৮৯৩ সাল থেকে মাস্টাস কোর্স চালু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯০৯ খ্রিস্টাব্দে রাজশাহী কলেজ থেকে বি.এল ও এম.এ ক্লাস তুলে দেয়ার সিদ্ধান্ত হয়। এ সময় উক্ত কোর্সগুলো চালু রাখার প্রয়াস হিসেবে ‘রাজশাহী কলেজ ও সংযুক্ত প্রতিষ্ঠান প্রসঙ্গে অধ্যক্ষ রায় কুমুদিনিকান্ত ব্যানার্জী বাহাদুর মহোদয়ের রিপোর্ট (১ম ও ২য় পৃষ্ঠা) ১৯১২-১৩খ্রিস্টাব্দ’ থেকে জানা যায় যে, এ সময় ইতিহাসে একজন প্রফেসর, একজন হাফ টাইম লেকচারার (ইংরেজি ও ইতিহাস পড়াতেন) ছিলেন। এ সময় উচ্চ মাধ্যমিকে ১৬৬ জন ও বি.এ কোর্সে ৭৫ জন সহ মোট ২৪১ জন শিক্ষার্থীর তথ্য পাওয়া যায়।

যে সব ভবন ও ক্লাসরুম ইতিহাস বিভাগের অফিস ও শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হয় তার বিবরণ

প্রথম কোন বিল্ডিং এ ইতিহাস বিভাগের অফিস ছিল তা তথ্যের অভাবে নির্দিষ্ট করে বলা যায় না। তবে ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষকদের মৌখিক তথ্যের ভিত্তিতে জানা যায় ইতিহাস বিভাগের অফিস ফুলার ভবনে ছিল। ১৯৯৬ সালের শেষের দিকে ইতিহাস বিভাগের অফিস বতমান ইংরেজি ভবনে স্থানান্তরিত হয়। এরপর ২০০০ সালে ইতিহাস বিভাগের অফিস প্রথম বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়। অদ্যাবধি প্রথম বিজ্ঞান ভবনেই ইতিহাস বিভাগের অফিস ও ক্লাস কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সাথে উল্লেখ করা প্রয়োজন যে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স প্রথমবর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সটি আবশ্যকীয় কোর্সে পরিণত করার পর থেকেই কলেজের সকল বিভাগের শিক্ষার্থীদের পড়ানোর দায়িত্ব গ্রহণ করে ইতিহাস বিভাগ। এই সুবাদে ইতিহাস বিভাগের শিক্ষকগণ কলেজের সকল একাডেমিক ভবনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম পরিচালনা করছেন।

ইতিহাস বিভাগের শিক্ষা সংক্রান্ত ইতিহাস

সুনির্দিষ্ট লিখিত তথ্যের অভাবে ইতিহাস বিভাগের প্রথম দিকের শিক্ষা সংক্রান্ত তথ্য জানা যায় না। ইতিহাস বিভাগে ১৯৩৩ সাল থেকে অনার্স এবং ১৯৯৩ সাল থেকে মাস্টার্স কোর্স চালু হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় ১৯১১-১২ শিক্ষাবর্ষে ইতিহাস বিষয়ে একজন প্রফেসর ও একজন খন্ডকালীন শিক্ষক ছিলেন। কালের পরিক্রমায় ১৯৫৪ সালে ইতিহাস বিভাগে ৩ জন, ১৯৮০ সালে ৭ জন এবং ২০০৭ সালে বিভাগে শিক্ষকের পদসংখ্যা ১২ জনে উন্নীত হয়। বর্তমানে ১২ জন শিক্ষক, ০২ জন সহায়ক কর্মচারি এবং ১৫০০ এর অধিক শিক্ষার্থীর পদচারনায় ইতিহাস বিভাগ মুখরিত থাকে। বর্তমানে বিভাগটিতে প্রথম বর্ষ অনার্স ভর্তিতে আসন সংখ্যা- ২৩৫, এম. এ পূর্বভাগে আসন সংখ্যা- ১২০ এবং এম.এ শেষ পর্বে আসন সংখ্যা- ৪২০টিতে উন্নীত হয়েছে। বর্তমানে বিভাগে ৩টি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং একটি সুসজ্জিত ও পাঠোপযোগি সেমিনার লাইব্রেরি রয়েছে। সেমিনারটিতে বিভিন্ন বর্ষের বিভিন্ন কোর্স ও সহায়ক গ্রন্থের সংখ্যা বর্তমানে ৭০৪৫ টি। উল্লেখ্য যে, সেমিনারে একটি সমৃদ্ধ বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের কম্পিউটার ও প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য সেমিনার লাইব্রেরির একাংশে একটি কম্পিউটার কর্ণার প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও ডিজিটাল কনটেন্ট তৈরী করে পাঠদান পরিচালনা ও অফিসের বিভিন্ন কার্য সম্পাদনের জন্য ১৪টি ল্যাপটপ রয়েছে। বর্তমানে বিভাগের অনার্স ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

ইতিহাস বিভাগের কীর্তিমান শিক্ষক ও শিক্ষার্থী

ইতিহাস বিভাগের সময়ের সাথে সমৃদ্ধির পথচলা তার মেধাবী শিক্ষক ও সফল শিক্ষার্থীদের গল্পগাঁথা নিয়ে। এই বিভাগের শিক্ষকতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে অনেক দেশবরেণ্য সফল ব্যক্তিত্ব ও শিক্ষাবিদগণ। এই বিভাগের শিক্ষক আজিজুর রহমান মল্লিক (১৯৫৩-১৯৫৫) পরবর্তিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও মুক্তিযুদ্ধে কূটনৈতিক দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের এবং পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী হন। আর একজন শিক্ষক মুহাম্মদ হাবিবুর রহমান (১৯৫৫-১৯৫৬) বাংলাদেশের প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। স্বনামধন্য শিক্ষকদের মধ্যে আরো ছিলেন প্রফেসর অটল বিহারী ভট্টাচার্য (১৯৩১-১৯৪২), প্রফেসর কৃষ্ণধন ব্যানার্জী (১৯৩৩-১৯৪২) এবং মোহার আলী ( ১৯৫৭-৫৮) প্রমুখ। একই সাথে এই বিভাগের শিক্ষার্থী হিসেবে স্ব স্ব ক্ষেত্রে সুনাম অজন করেছেন আতফুল হাই শিবলী (প্রাক্তন অধ্যাপক, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইউজিসির প্রাক্তন সদস্য), লুৎফুল হাই জামি (প্রাক্তন অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) সহ অনেকেই। ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষক মোঃ তানবিরুল আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ড. মোঃ কামাল হোসেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী অফিসে পরিচালক পদে কর্মরত আছেন। এই বিভাগের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ ( অধ্যক্ষ, চাঁপাই নবাবগঞ্জ সরকারি কলেজ) ও মোঃ আমানুল্লাহ (অধ্যক্ষ, রাজশাহী সরকারি সিটি কলেজ) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ড. মোঃ আনারুল হক প্রাং (সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী,) শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। বিভাগীয় প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুল খালেক সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে একই পদে দায়িত্ব পালন করছেন বিভাগের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন। ড. আবু রেজা আজাদ সহকারী পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী অফিসে বর্তমানে কর্মরত আছেন। ইতিহাস বিভাগে কর্মরত বেশ কয়েকজন শিক্ষক পিএইচ.ডি ডিগ্রী সম্পন্ন করেছেন। বর্তমানে এই বিভাগে পিএইচ.ডি ডিগ্রীধারী শিক্ষকগণ হলেন ড. মো ইলিয়াছ উদ্দীন, ড. মোঃ হাবিবুর রহমান ও ড. মোঃ রেজাউল করিম। পরিশেষে বলা যায় অসামান্য প্রতিভা ও পরিশ্রমী শিক্ষক মন্ডলীর দ্বারা পরিচালিত রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ বহু বরেণ্য ব্যক্তিত্বের প্রতিভার বিকাশ ঘটিয়েছে। এই বিভাগ নিরন্তর শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের জন্য নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে ইতিহাস চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

তথ্যসূত্র

১. ঐতিহ্যে রাজশাহী কলেজ স্মারক গ্রন্থ, সুলতানা রাজিয়া বেগম ও অন্যান্য (সম্পাদিত), সেপ্টেম্বর, ২০০১।

২. শতবর্ষ স্মরণিকা ১৯৮৮ (১৮৭৩-১৯৭৩), অধ্যাপক এ.বি.এম. রেজাউল হক ও অন্যান্য (সম্পাদিত), ডিসেম্বর,১৯৮৮।

৩. রাজশাহী কলেজ ম্যাগাজিন, রাজশাহী কলেজ, রাজশাহী, অক্টোবর,২০১১। ৪. রাজশাহী কলেজ ম্যাগাজিন ২০১৩, রাজশাহী কলেজ, রাজশাহী, ডিসেম্বর, ২০১৩। ৫. কাল নিরবধি, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুনর্মিলনী ২০১৯, ডিসেম্বর, ২০১৯।

৪. কাজী মোহাম্মদ মিছের, রাজশাহীর ইতিহাস ( ১ম ও ২য় খন্ড), ঢাকা: গতিধারা ২০০৭। ৭. ড. তসিকুল ইসলাম সম্পাদিত, রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস শ্রী কালিনাথ চৌধুরী এবং রাজশাহী পরিচিতি, ঢাকা, গতিধারা, ২০০৭।

বিভাগীয় প্রধান

প্রফেসর মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী

একামিক লিংক

এক নজরে

বিভাগীয় প্রধানগণ

নাম সময়কাল
অটল বিহারী ভট্টাচার্য ১৯৩১ – ১৯৪১
মোঃ মজিবুর রহমান ২৯/০৫/৮৪-৩১/০৮/৮৫
আনসার রহমান মে/৯২-নভে/৯২
সুলতানা রাজিয়া বেগম ২৫/১১/৯২-০৯/১২/৯৯
মোঃ আমানুল্লাহ ০৩/০৯/০১-২৪/১১/০৪
মোহাম্মদ আলী জিন্নাহ ০২/০৪/০৫-২৫/০৪/০৭
মোঃ তানবিরুল আলম ০৩/০৫/০৭-১৬/০৭/০৯
সাদিকা হাসনা ০৪/০৫/১০-০৫/০১/১৬
মুর্শেদা বেগম ২৫/০১/১৬-১৯/০৩/১৬
জাকিয়া বেগম ০৫/১০/১৬-২৬/১০/১৬
মোঃ ইয়াকুব আলী ০৭/০১/১৭-০৫/০২/২১
ড. মোঃ ইলিয়াস উদ্দিন ০৬/০২/২১-১৯/০৪/২২
মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী ১১/০৮/২২-চলমান

বাজেট ফরম্যাট ডাউনলোড
আমাদের সাথে যোগাযোগ

যোগাযোগের তথ্যঃ

ফোন নম্বরঃ +৮৮ ০২৫৮৮৮৫৪২৫৭
ই-মেইলঃ rc1873history@gmail.com

Official Facebook page for this department

নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্য

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি।


২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি


২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির আবেদনঃ ১৭/০৫/২৪ থেকে ২৯/০৫/২৪ পর্যন্ত।


২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপ আবেদন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি


উচ্চ মাধ্যমিক অভ্যন্তরীন পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

বিভাগীয় শিক্ষক তালিকা

ক্রমিক শিক্ষকের নাম পদবী ব্যাচ মেধা যোগদানের তারিখ
০১. মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী (৪৪১৯) অধ্যাপক ১৪ ১১৪ ১১/০৮/২০২২
০২. ড. মোঃ কামাল হোসেন (৯৬৬১) অধ্যাপক (সংযুক্ত) ২১/১০/২০২৪
০৩. ড. মোঃ হাবিবুর রহমান (৪৫৭৪) (অধ্যাপক) সহযোগী অধ্যাপক ১০% ১৩ ২৫/০৯/২০২৪
০৪. শামীম আরা (১০৩১২) (অধ্যাপক) সহযোগী অধ্যাপক ১৬ ৪০ ২১/০৩/২০২৩
০৫. ড. মোঃ রেজাউল করিম (১৬৭৯৮) সহযোগী অধ্যাপক ১০% ১৩ ২৫/০৯/২০১৭
০৬. মোঃ আনিসুজ্জামান (১২৭৮৫) (সহযোগী অধ্যাপক) সহকারি অধ্যাপক ২২ ৩৪ ০৬/১১/২০১৪
০৭. রতন উদ্দিন আহমেদ (১৭১৮২) (সহযোগী অধ্যাপক) সহকারি অধ্যাপক ২৪ ৭৩ ০১/১০/২০২৩
০৮. মোঃ তরিকুল ইসলাম ‍আনসুরী (১৪১৪৬) সহকারি অধ্যাপক ২৪ ১০৩ ০৬/১২/২০১৫
০৯. মোঃ আবুল বাশার (২২৫৪০) সহকারি অধ্যাপক ২৯ ১৮ ১৫/১২/২০১২
১০. মোঃ আল আমিন হক (২২৬৯৪) (সহকারী অধ্যাপক) প্রভাষক ৩০ ১৭ ২৯/০২/২০১৬
১১. মোঃ আব্দুর রহিম (২৫৭৭৮) প্রভাষক ৩৩ ২০ ২৮/০২/২০১৭
১২. লিটন কুমার সরকার (১৬১৩৪১১০০১৭) প্রভাষক ৩৪ ১৭ ৩০/১২/২০১৭
১৩. প্রভাষক

মোঃ শাহ তৈয়বুর রহমান চৌধুরী

অধ্যাপক ও বিভাগীয় প্রধান

ড. মোঃ কামাল হোসেন

অধ্যাপক

ড. মোঃ হাবিবুর রহমান

অধ্যাপক

শামীম আরা

অধ্যাপক

ড. মোঃ রেজাউল করিম

সহযোগী অধ্যাপক

মোঃ আনিসুজ্জামান

সহযোগী অধ্যাপক

রতন উদ্দিন আহমেদ

সহকারি অধ্যাপক

মোঃ তরিকুল ইসলাম ‍আনসুরী

সহকারি অধ্যাপক

মোঃ আবুল বাশার

সহকারি অধ্যাপক

মোঃ আল আমিন হক

সহকারি অধ্যাপক

মোঃ আব্দুর রহিম

প্রভাষক

লিটন কুমার সরকার

প্রভাষক