স্মৃতিতে-শ্রুতিতে-ঐতিহ্যেঃ রাজশাহী কলেজ
স্মৃতিতে, শ্রুতিতে, ঐতিহ্যে রাজশাহী কলেজ এই শিরোনাম আমাদের শিহরিত করে। অনেকের স্মৃতিতে এই কলেজ, সুশীল সমাজের অনেকের শ্রুতিতে এই কলেজ এবং সব মিলিয়ে কলেজের লালিত গৌরব ধারণ করে হয়ে উঠেছে এক ঐতিহ্য। কলেজের সমৃদ্ধ প্রাচীন গ্রন্থাগার ও শতাব্দির দৃষ্টিনন্দিত প্রশাসনিক ভবনের দু’একটি কক্ষ বুকে ধারণ করে রেখেছে দেড়’শ বছরের বেশি সময়ের বাউলিয়া হাই স্কুল ও কলেজের মূল্যবান পুস্তক-নকশা-দলিল-দস্তাবেজ। কালের বিবর্তনে তাতো একদিন বিনষ্ট হবেই। ইতোমধ্যে অনেক কিছুই হারিয়ে গেছে। যে গুলো আছে সেগুলো এখন সংরক্ষণের জন্য খুঁজে দেখা প্রয়োজন; যার মধ্যে অতীত কথা বলবে। উপমহাদেশে এ জাতীয় ডকুমেণ্ট খুঁজে দেখা হয়েছে কিনা; তা আমাদের জানা নেই। সংরক্ষণের জরুরি প্রয়োজনে তাই আমাদের খুঁজতে হয়েছে এর প্রোথিত শেকড়।…