বিভাগ পরিচিতি
ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি উত্তরবঙ্গ তথা বাংলাদেশের শ্রেষ্ঠ মানের বিদ্যাপিঠ হিসেবে পরিচিত। ১৯৭৩ সালে মাত্র দুটি পদ নিয়ে পরিসংখ্যান বিভাগের যাত্রা শুরু হয়।যার একটি সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম ও প্রভাষক পদে কর্মরত ছিলেন জনাব মোঃ আব্দুল লতিফ। পরবর্তীতে জনাব মোঃ আবুল আসাদ মাহমুদ অর্থনীতি বিভাগের প্রভাষক পদে যোগদান করে পরিসংখ্যান বিভাগে পরিসংখ্যান বিষয়ের ক্লাস নিতেন। এরপর অত্র বিভাগে চারটি পদ সৃষ্টি হয়, যার একটি সহযোগী অধ্যাপক, একটি সহকারী অধ্যাপক ও দুইটি প্রভাষক। প্রথমে ফুলার ভবনের
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
অত্র কলেজে ১৯৭৩ সালের ২২শে আগষ্ট উচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাস এবং সাবসিডিয়ারী পর্যায়ে পরিসংখ্যান বিষয় চালু হয়। পরিসংখ্যান বিষয় চালু হওয়ার প্রায় ১৪ বৎসর পর ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে ১১ই অক্টোবর ১৯৮৭ সালে পরিসংখ্যান বিষয়ে সম্মান কোর্স চালু হয়। প্রথম বছরে অর্থাৎ ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে ৩৬ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ক্লাস করতো। রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ ১৯৯২ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ক্লাস করতো।
সম্মান কোর্স চালুর ব্যাপারে যাঁদের অবদান সবচেয়ে বেশী তাঁদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। তথ্য অনুসন্ধানে জানা যায়, তৎকালীন বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক সম্মান কোর্স খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। বিভাগীয় প্রধান জনাব মোঃ ইদ্রিস আলী এবং প্রভাষক জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ান সম্মান কোর্স খোলার ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে যোগাযোগ করেন। রাজশাহী কলেজের তৎকালীন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার মনিরুল ইসলাম এ বিষয়ে সার্বিক সহযোগীতা প্রদান করেন। তৎকালীন সম্মানিত অধ্যক্ষ ডঃ আবুল কাসেম ব্যক্তিগত পর্যায়ে পরিসংখ্যান বিষয়ের সম্মান কোর্স খোলার জন্য প্রফেসর খন্দকার মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর প্রচেষ্টায় সরকারের শিক্ষামন্ত্রণালয়ের স্মারক নং শাঃ ৬/২সি- ২১/৮৭(৯৯৩)/১(২) শিক্ষা; তারিখ : ১৪/০৯/১৯৮৭-এর আদেশবলে রাজশাহী কলেজ পরিসংখ্যান বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমতি লাভ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ এ ব্যাপারে সর্বাত্মক সহযোগীতা করেন। রাজশাহী কলেজে পরিসংখ্যান বিভাগে সম্মান কোর্স চালুর জন্য যাঁর অবদান সবচেয়ে বেশী তিনি হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা সর্বশ্রদ্ধেয় প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন। সম্মান কোর্স চালুর জন্য পরিসংখ্যান বিভাগ রাজশাহী কলেজ ও কলেজ লাইব্রেরী প্রাথমিক পরিদর্শন করেন প্রফেসর খন্দকার মনোয়ার হোসেন ও মিসেস হোসনে আরা হোসেন। তাঁদের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যায়ের স্মারক নং ২৬৯/ক-প; তারিখ : ২৬/০৪/১৯৮৭-তে পরিসংখ্যান বিষয়ে সম্মান কোর্স চালুর অনুমোদন দেয়া হয়। প্রতিষ্ঠালগ্নে বিভাগীয় প্রধান ছিলেন জনাব মোঃ ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক । এছাড়া বিভাগে কর্মরত ছিলেন জনাব আবুল আসাদ মাহমুদ, সহকারী অধ্যাপক, জনাব মোজাম্মেল হক, প্রভাষক ও জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ান, প্রভাষক । বর্তমানে বিভাগে সৃষ্ট শিক্ষক পদের সংখ্যা ১১টি এবং কর্মরত আছেন ১০ জন।
১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ফলে রাজশাহী কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভূক্ত হওয়ার পরে ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষে এই বিভাগ মাস্টার্স কোর্স চালুর অনুমতি লাভ করে। বিভাগে শিক্ষক সংখ্যা কম হলেও শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফলে সম্মান ও মাস্টার্স শ্রেণির ফলাফল খুবই সন্তোষজনক।
প্রাক্তন বিভাগীয় প্রধান জনাব মোঃ ইয়াছিন আলী দেওয়ানের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর তরুণ কুমার ভট্টাচার্য্যরে আন্তরিকতার ফলে এই বিভাগে ২০০০ সালে ০৫টি কম্পিউটার নিয়ে কম্পিউটার ল্যাব চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে পরিসংখ্যান বিভাগে ১২টি কম্পিউটার নিয়ে কম্পিউটার ল্যাব চালু রয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
বিভাগীয় প্রধান
অধ্যাপক মোঃ আব্দুল মজিদ আকন্দ
একাডেমিক লিংক
নাম | সময়কাল | মোঃ নুরুল ইসলাম | ২২/০৮/৭৩-১০/০২/৭৮ | আব্দুল লতিফ | ১১/০২/৭৮-২৫/০২/৮৪ | মোঃ ইদ্রিস আলী | ২৬/০২/৮৪-০৩/০৩/৯২ | আবুল আসাদ মাহমুদ | ০৩/০৩/৯২-২৭/০৪/০০ | মোঃ ইয়াছিন আলী দেওয়ান | ২৭/০৪/০০-২৮/০৪/০১ | আবুল আসাদ মাহমুদ | ২৮/০৪/০১-২৭/০১/০২ | হায়াত খান | ২৭/০১/০২-১৪/০৭/০৩ | মোঃ ইয়াছিন আলী দেওয়ান | ১৪/০৭/০৩-২৮/০৯/০৩ | সামিরা বেগম | ২৮/০৯/০৩-২৮/১০/০৩ | মোঃ মোজাম্মেল হক | ২৮/১০/০৩-০৩/১২/০৩ | মোঃ ইয়াছিন আলী দেওয়ান | ০৩/১২/০৩-৩০/০১/০৪ | ব্রজ গোপাল ভৌমিক | ৩০/০১/০৪-১৮/০৩/০৪ | মোঃ মোজাম্মেল হক | ১৮/০৩/০৪-৩১/০১/০৭ | মোঃ আবুল কালাম আজাদ | ৩০/০১/০৭-২০/০৩/০৭ | ব্রজ গোপাল ভৌমিক | ২০/০৩/০৭-০৭/০৭/০৭ | মোঃ আবুল কালাম আজাদ | ০৭/০৭/০৭-২১/১১/০৭ | মোঃ মোজাম্মেল হক | ২১/১১/০৭-৩০/১০/১১ | মোঃ আব্দুল মজিদ আকন্দ | ৩০/১০/১১-১৯/০৬/১২ |
দেওয়ান আব্দুর রাজ্জাক | ১৯/০৬/১২-১৩/০১/১৯ |
মোঃ আব্দুল মজিদ আকন্দ | ১৩/০১/১৯-চলমান |
অফিসিয়াল বিজ্ঞপ্তি, আদেশ ও সার্কুলার
বিভাগীয় শিক্ষক তালিকা
ক্রমিক | শিক্ষকের নাম | পদবী | ব্যাচ | মেধা | যোগদানের তারিখ |
---|---|---|---|---|---|
০১. | মোঃ আব্দুল মজিদ আকন্দ (৫৬১৬) | অধ্যাপক | ১৪ | ০৬ | ? |
০২. | কে এম মাহফুজুর রহমান (১২৯৪৫) | সহযোগী অধ্যাপক | ২২ | ০৬ | ০১/১১/২০১৬ |
০৩. | সহযোগী অধ্যাপক | ||||
০৪. | মোঃ নাজমুল আহসান (১৫৪২১) | সহকারি অধ্যাপক | ২৪ | ১১ | ৩১/১২/২০১৬ |
০৫. | ড. উষা রানী সাহা (১৪৯৩৬) | সহকারি অধ্যাপক | ০৯/১১/২০১৪ | ||
০৬. | মোসাঃ মোয়াল্লেমা খাতুন (২২১৭৯) | সহকারি অধ্যাপক | ২৯ | ০২ | ১৬/১১/২০১৬ |
০৭. | জি এম নুরুন্নোবী (২১৯৮৭) | সহকারি অধ্যাপক | ২৯ | ০৫ | ১৪/১২/২০১৭ |
০৮. | মোসাঃ জুবাইদা সুলতানা (২৪৬৩৪) (সহকারি অধ্যাপক) | প্রভাষক | ৩২ | ০৬ | ৩০/১০/২০১৩ |
০৯. | মোঃ মানিক হোসেন (১৭১৩৫১৩০০০৮) | প্রভাষক | ? | ||
১০. | মোঃ পারভেজ রানা (১৮১৩৬১৩০০০১) | প্রভাষক | ৩৬ | ০১ | ০৩/০৯/২০১৮ |
১১. | প্রভাষক |