বিভাগ পরিচিতি

কলেজ প্রতিষ্ঠার অল্প কিছু দিন পর ১৮৭৮ সালে কেবল মাত্র দুজন শিক্ষক নিয়ে গণিত বিভাগ যাত্রাশুরু করে। গণিতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্স যথাক্রমে ১৮৮১ ও ১৮৯৩ সনে শুরু হয়। কুড়ি শতকের ত্রিশের দশকে এ বিভাগে দু’টি অধ্যাপক ও দু’টি প্রভাষক পদ ছিল। শিক্ষক সংখ্যার এই বিন্যাস ১৯৮০ সাল পর্যন্ত অপরিবর্তিত ছিল। ১৯৮১ সালে শিক্ষক সংখ্যা ৭ জনে এবং ১৯৯৭ সালে ১২ জনে উন্নীত হয়।

প্রতি সেশনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে যেখানে ১৯৭২ সালে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতো, সেখানে বর্তমানে জাতীয়

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়। বিভাগে ৩টি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ, ২টি আধুনিক কম্পিউটার ল্যাব, একটি সেমিনার লাইব্রেরী, একটি শিক্ষক মিলনায়তন এবং একটি বিভাগীয় প্রধানের কক্ষ রয়েছে। সেমিনার লাইব্রেরীতে বইয়ের সংখ্যা ৯২৫৩। বর্তমানে প্রায় ১৫০০ জন শিক্ষার্থী এ বিভাগে অধ্যয়নরত। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল খুবই ভাল। ২০০৯ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় ১৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এছাড়াও ২০১০ সালের সম্মান ফাইনাল পরীক্ষায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন ১ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। মাস্টার্স শেষপর্ব পরীক্ষায় জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে বাংলাদেশের মধ্যে ২০১২ সালে এক জন শিক্ষার্থী ১ম স্থান, ২০১৩ সালে এক জন শিক্ষার্থী ২য় স্থান এবং ২০১৬ সালে এক জন শিক্ষার্থী ১ম স্থান অধিকার করে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স সম্পন্নকারী গণিতের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে। তারা সরকারী/বেসরকারী উভয় প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করছে। এছাড়াও উলে¬খযোগ্য সংখ্যক শিক্ষার্থী BCS ক্যাডার, আইটি সেক্টর, ব্যাংক ও বহুজাতিক কোম্পানিতে প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দক্ষতার সাথে চাকরি করছে।

বিভাগের বিদায়ী মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীবৃন্দ নিয়মিত স্মরণিকা প্রকাশ করে থাকে যেখানে তাদের সৃজনশীল ও গবেষণামূলক লেখা প্রকাশিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর একাডেমিক ফলাফলে কৃতিত্বের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে থাকে। বিভাগের শিক্ষার্থীবৃন্দ বছরে দুটি শিক্ষাসফর, আন্তঃবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিভাগ ক্রিড়া প্রতিযোগিতা, আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করে। এছাড়াও তারা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিভাগের শিক্ষার্থীগণ ‘Club of Mathematics’ নামে একটি ক্লাব পরিচালনা করে। সেই ক্লাবের মাধ্যমে ১ম বারের মত উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়ে এই বিভাগে শিক্ষা দান করা হয়। তারা কম্পিউটার প্রোগ্রামিং Language Mathematica এবং Fortran এর উপর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা গ্রহণ করে, যা আইটি সেক্টরে চাকরি পাওয়া সহজ হয়। এছাড়াও তারা Advanced Number Theory, Lattice Theory, Fluid Dynamics, Quantum Mechanics, Theory of Relativity, Differential and Integral Equations, Geometry of Differential Manifolds, Discrete Mathematics, Astronomy, Differential Geometry, Theory of Numbers Ges Numerical Analysis বিষয়েও জ্ঞান অর্জন করে।

শিক্ষক মণ্ডলী নির্ধারিত বিষয়ে শিক্ষাদানের সংঙ্গে সংঙ্গে মানবিক মুল্যবোধ উন্নয়নেরও কাজ করেন। প্রত্যেক বছর শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এছাড়াও তারা শিক্ষাসফরে গিয়ে ঐতিহাসিক স্থান সম্পর্কে ধারণা লাভ করে ও সুন্দর মনোরম দৃশ্য মনকে দেয় প্রশান্তি।

রাজশাহী কলেজের তৃতীয় বিজ্ঞান ভবনে গণিত বিভাগ অবস্থিত। বর্তমানে এই বিভাগ ১৩ জন মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়ে সমৃদ্ধ। তাঁদের মধ্যে, তিন জন অধ্যাপক, এক জন সহযোগী অধ্যাপক, আট জন সহকারী অধ্যাপক এবং এক জন প্রভাষক। তের জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত পিএইচডি ডিগ্রী রয়েছে। বিভাগের শিক্ষকবৃন্দ অতি যত্ন সহকারে ও দক্ষতার সাথে পাঠদান, শিক্ষাসহায়ক কার্যক্রম পরিচালনা ও সাংস্কৃতিক কার্যক্রম তত্ত্বাবধায়ন করেন। পাশাপাশি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কাজেও অংশগ্রহণ করে থাকেন। নিবেদিত ও নিষ্ঠাবান শিক্ষকমণ্ডলী ছাত্র/ছাত্রীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকল্পে নিয়োজিত।

গণিত অধ্যায়নের উদ্দেশ্যই হচ্ছে “The spirit of the life is a life of thought, the ideal of thought is truth, everlasting truth is the goal of mathematics.”

বিভাগীয় প্রধান

Md. Saiful Islam

প্রফেসর মোঃ সাইফুল ইসলাম

একাডেমিক লিংক

এক নজরে

উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্স শুরু হয় ১৮৭৮
অনার্স কোর্স শুরু হয় ১৮৮১
মাস্টার্স অনার্স কোর্স শুরু হয় ১৮৯৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কোর্স শুরু হয় ১৯৯৩
শিক্ষকের সংখ্যা ১৩
শিক্ষার্থীর সংখ্যা ১৫০০ (প্রায়)

প্রাক্তন বিভাগীয় প্রধানগণ

নাম সময়কাল
বাবু রাজ মোহন সেন, এম.এ. ১৯১২-১৯১৭
বাবু রায়চরণ বিশ্বাস, এম.এ. ১৯১৭-১৯১৮
ওমদাতুল ইসলাম ১৯৩৪-১৯৩৫
বাবু অমৃত লাল চ্যাটার্জি ১৯৩৫-১৯৪২
মৌলভী আব্দুল করিম মন্ডল ১৯৪৭-১৯৫৪
মৌলভী কে.এ.এফ.এম. আবুল কাসেম ১৯৫৫-১৯৬৩
ডি এস এম শরফুদ্দিন ১৯৬৯-১৯৭১
মোঃ এমাম মেহেদী বেগ ১৯৯৫-১৯৯৭
মোঃ শফিক উদ্দিন ০৬/১১/০৪-২৯/০৭/০৫
১৪/০৭/০৯-২৯/০৪/১০
ড. বায়তুন নাহার ০২/০৮/০৫-২০/০২/০৬
পরশ চন্দ্র দাস ০১/০৭/০৬-১৪/০৩/০৭
ডাঃ মোঃ সিরাজুল ইসলাম ০৩/০২/০৯-০৭/০৬/০৯
গোলাম কবির ১৪/০২/১৪-১৫/০২/১৪
মোঃ সিরাজুল ইসলাম ০৩/১০/১৬-২৯/০৯/২০
মোঃ শহিদুল আলম ২৬/১০/১৬-০১/০১/২৩
মোঃ কাফিলার রহমান ০২/০১/২৩-৩০/০৯/২৪
মোঃ সাইফুল ইসলাম ১৯/১১/২৪-চলামন

ফটো গ্যালারি

বাজেট ফরম্যাট ডাউনলোড
আমাদের সাথে যোগাযোগ

যোগাযোগের তথ্যঃ

ফোন নম্বরঃ +৮৮ ০২৫৮৮৮৫৫২৪৮
ই-মেইলঃ rc1873math@gmail.com

Official Facebook page for this department

নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্য

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি।


২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি


২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির আবেদনঃ ১৭/০৫/২৪ থেকে ২৯/০৫/২৪ পর্যন্ত।


২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপ আবেদন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি


উচ্চ মাধ্যমিক অভ্যন্তরীন পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

বিভাগীয় শিক্ষক তালিকা

ক্রমিক শিক্ষকের নাম পদবী ব্যাচ মেধা যোগদানের তারিখ
০১. মোঃ সাইফুল ইসলাম (৯১০৭) অধ্যাপক ১৮ ৪৫ ১৯/১১/২০২৪
০২. ড. আয়েশা নাজনীন (১২৬০৯) সহযোগী অধ্যাপক ২২ ০১ ২৩/০৯/২০২১
০৩. ড. মোঃ আব্দুল আজিজ (১২৫০৯) সহযোগী অধ্যাপক ২২ ২৯ ৩০/০৬/২০২১
০৪. ড. মোসাঃ জমিলা খাতুন (১৩৩৬৫) সহযোগী অধ্যাপক ২৪ ০৮ ০৩/০৭/২০২৪
০৫. মোঃ ইয়াকুব আলী (১৬৬১৪) সহকারি অধ্যাপক ২৪ ৭৮ ১৩/১২/২০১৭
০৬. মোঃ আসাদুজ্জামান (১৪১৮৩) সহকারি অধ্যাপক (সংযুক্ত) ০৩/০৮/২০১৩
০৭. মোঃ মিজানুর রহমান (১৪০৫৮) সহকারি অধ্যাপক ০৯/১১/২০১৪
০৮. মোঃ সরওয়ার জাহান (১৩৪৫৮) সহকারি অধ্যাপক ০৯/১১/২০১৪
০৯. সাঈকা হরকিল (১৪৮৮১) সহকারি অধ্যাপক ২৪ ১৪৬ ১১/০৫/২০২৩
১০. নাদিরা নাজনীন (১৫৯৬৮) (সহকারী অধ্যাপক) প্রভাষক ৩৬ ৬৬ ৩১/০৮/২০১০
১১. Mst. লাইলাতুল কাদরী (১৮০২৬) (সহকারী অধ্যাপক) প্রভাষক ২৭ ১১ ০১/১১/২০১৮
১২. মোসাঃ মাফরুহা মুস্তারি (১৮০৬৬) (সহকারী অধ্যাপক) প্রভাষক ২৭ ৭৪ ১১/১২/২০১৪
১৩. প্রভাষক

মোঃ সাইফুল ইসলাম

অধ্যাপক ও বিভাগীয় প্রধান

ড. আয়েশা নাজনীন

সহযোগী অধ্যাপক

ড. মোঃ আব্দুল আজিজ

সহযোগী অধ্যাপক

ড. মোসাঃ জমিলা খাতুন

সহযোগী অধ্যাপক

মোঃ ইয়াকুব আলী

সহকারি অধ্যাপক

মোঃ আসাদুজ্জামান

সহকারি অধ্যাপক

মোঃ মিজানুর রহমান

সহকারি অধ্যাপক

মোঃ সরওয়ার জাহান

সহকারি অধ্যাপক

সাঈকা হরকিল

সহকারি অধ্যাপক

নাদিরা নাজনীন

সহকারি অধ্যাপক

Mst. লাইলাতুল কাদরী

সহকারি অধ্যাপক

মোসাঃ মাফরুহা মুস্তারি

সহকারি অধ্যাপক

গণিত বিভাগ