বিভাগ পরিচিতি
রসায়ন বিভাগ রাজশাহী কলেজের বিজ্ঞান অনুষদের একটি গুরুত্বপূর্ন বিভাগ। এটি প্রথম বিজ্ঞান ভবন বা রসায়ন ভবনে অবস্থিত।
পরিচ্ছেদসমূহ
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
রাজশাহী কলেজের সূচনা
ইংরেজ শাসন আমলে অবিভক্ত বাংলায় ১৮৭৩ সালে জাতীয় পর্যায়ে ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরেই তৃতীয় যে ঐতিহ্যবাহী কলেজটি আত্নপ্রকাশ করে, তা হলো রাজশাহী কলেজ। ১৮২৮ সালে রাজশাহী শহরে বেসরকারী প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ’বাউলিয়া ইংলিশ স্কুল’। ১৮৩৬ সালে উইলিয়াম এ্যাডাম্স সাহেবের সুপারিশক্রমে উক্ত বাউলিয়া ইংলিশ স্কুল জাতীয়করণ হয় এবং রাজশাহী জেলা স্কুল নাম ধারণ করে। অতপর ১৮৭৩ সালে সরকার বাহাদুর রাজশাহী জেলা স্কুলকে দ্বিতীয় গ্রেডের কলেজে রুপান্তর করেন, যার নাম রাখা হয় রাজশাহী কলেজ, যা শুরুর দিকে রাজশাহী জেলা স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্বেই পরিচালিত হতে থাকে। সূচনাকালে ৬ (ছয়) জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী কলেজের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৮৭৮ সালে রাজশাহী কলেজকে প্রথম গ্রেডের কলেজ হিসেবে ঘোষণা এবং পৃথক অধ্যক্ষের নিয়োগ দেয়া হয়।
রসায়ন ও পদার্থবিজ্ঞানের যুক্ত বিভাগ
বৃটিশ ঔপনিবেশিক শাসন আমলে এ অঞ্চলে বিজ্ঞান চর্চার তেমন কোন প্রচলন ছিল না। তবে কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে (FA- First Arts) মানবিক শাখার পাশাপাশি বিজ্ঞান শাখার পাঠদান চালু হয়। আর বিজ্ঞান শাখার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো রসায়ন। সে প্রেক্ষাপটে প্রতিষ্ঠার কিছুকাল পর থেকেই রাজশাহী কলেজে রসায়ন ও পদার্থবিজ্ঞানের যুক্ত বিভাগ প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য ঘটনা। সে বছরটি ছিল ১৮৮৫ সাল। প্রথম দিকে যৌথভাবে রসায়ন ও পদার্থবিজ্ঞান একটি বিভাগ হিসেবে যাত্রা শুরু করে এবং এ যুক্ত বিভাগের যাত্রা ১৯০৮ সাল পর্যন্ত অব্যাহত থাকে। পরবর্তীতে ১৯০৯ সালে রসায়ন ও পদার্থবিজ্ঞান দু’টি পৃথক বিভাগের মর্যাদা লাভ করে। ১৮৮৭ সালে আব্দুস সালেক নামে একজন ছাত্র অত্র বিভাগ থেকে প্রথম বি.এসসি. অনার্স ডিগ্রী লাভ করেন এবং পরবর্তীতে এ বিভগেই তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন। ১৮৯৩ সালে রসায়নে মাস্টার্স কোর্সও চালু হয় এবং এ বিভাগ থেকে নরেন্দ্রনাথ লাহেরী নামে একজন শিক্ষার্থী সর্বপ্রথম রসায়নে মাস্টার্স ডিগ্রীও লাভ করেন। এ সময়ে এ বিভাগের তিন জন শিক্ষকের নাম ব্যতীত আর কোন শিক্ষকের তথ্য পাওয়া যায় না। তাঁরা হলেন বাবু হীরালাল মুখার্জি, এম.এ., Mr. P. Bruhl এবং প্রফেসর আব্দুস সালেক।
রসায়নের প্রথম শিক্ষক
বাবু হীরালাল মুখার্জি, এম.এ. ১৮৭৮ সালে রসায়নের প্রভাষক হিসেবে সর্বপ্রথম নিয়োগ প্রাপ্ত হন, যখন কোন বিভাগই প্রতিষ্ঠা লাভ করেনি। পরবর্তীতে রসায়ন ও পদার্থবিজ্ঞানের যৌথ বিভাগ প্রতিষ্ঠার পর ১৮৮৭ সালে একজন বৃটিশ Mr. P. Bruhl দ্বিতীয় শিক্ষক হিসেবে কিছু দিনের জন্য ডেপুটেশনে আসেন। অতঃপর এ বিভাগেরই কৃতি শিক্ষার্থী জনাব মো. আব্দুস সালেক ১৮৯০ সালে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন।
একক বিভাগ হিসেবে রসায়ন বিভাগ
১৯০৯ সালে একক বিভাগ হিসেবে রসায়ন বিভাগ তার যাত্রা শুরু করে।একক রসায়ন বিভাগ যাঁদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিল, তাঁদের নামের তালিকা নিম্নরুপঃ
- প্রফেসর ড. পঞ্চানোন নিয়োজি, এম.এ.(নিয়োগঃ ১১ নভেম্বর-১৯০৭)- বিভাগীয় প্রধান
- প্রফেসর আশুতোষ মৈত্র, এম.এ. (নিয়োগঃ ২২ নভেম্বর-১৯০৯)
- বাবু বিরেন্দ্রভূষন অধিকারী, প্রদর্শক (নিয়োগঃ ০১ জুলাই ১৯০৬)
- বাবু খিরোদ মোহন সেন, ল্যবরেটরী সহকারী
- বাবু রমেশ চন্দ্র গুপ্ত, বি.এসসি. , অফিসিয়েটিং ল্যবরেটরী সহকার
১৯০৯ সালের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, কলিকাতা বিশ্ববিদ্যালয় এ কলেজের রসায়নসহ সকল বিষয়ের মাস্টার্স কোর্সের অনুমোদন বাতিল করে। ২ (দুই) বছর মেয়াদী অনার্স কোর্স চালু হওয়ার পর প্রতি বছরই খুবই স্বল্প সংখ্যক শিক্ষার্থী (শুণ্য থেকে তিন জন পর্যন্ত) রসায়ন বিভাগ থেকে অনার্স ডিগ্রী লাভ করতে থাকেন। এসকল শিক্ষার্থীর অনেকেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অসাধারণ ফলাফলও করেন। দৃষ্টান্তস্বরুপ ১৯১১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুই জন শিক্ষার্থী রসায়নে অনার্স ডিগ্রী লাভ করেন। তারা মূলতঃ এ বিভাগেরই কৃতি ছাত্র ছিলেন। শিক্ষার্থীদ্বয় হলেন ১. হেমেন্দ্র নাথ রায়, দ্বিতীয় বিভাগে প্রথম এবং ২. তারিনৌচরণ চৌধুরী, দ্বিতীয় বিভাগে দ্বিতীয় । এছাড়া ১৯১৩ সালে এবং ১৯১৬ সালে একজন করে রসায়নে কৃতিত্বের সাথে অনার্স ডিগ্রী লাভ করেন। এ বিভাগে বহু প্রতিভাবান, উচ্চশিক্ষিত ও স্বনামধন্য শিক্ষাবিদ বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। শুরুর দিকে এ বিভাগে দুইজন শিক্ষক, একজন প্রদর্শক, দুইজন ল্যবরেটরী সহকারী এবং বেশ কিছু চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োজিত ছিলেন। ধীরে ধীরে বিভাগে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে ১৯১৫ সালে একজন ল্যব-সহকারী নিয়োগ দেয়া হয়, যাঁর নাম বাবু প্রবোধ চন্দ্র গাংগুলি, বি.এসসি.। ১৯১৯ সালে রসায়নের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পঞ্চানোন নিয়োজি, এম.এ. এক বছরের জন্য অধ্যক্ষের দায়িত্বে নিযুক্ত হন। এ বছরেই প্রফেসর হরিদাস মুখার্জি, এম.এসসি. এবং ১৯২৪ সালে প্রফেসর কুমুদনাথ চৌধুরী (কে. এন. চৌধুরী), এম.এ. রসায়ন বিভাগে যোগদান করেন। ১৯০৬ সালে প্রদর্শক হিসেবে নিয়োগ প্রাপ্ত বাবু বিরেন্দ্রভূষন অধিকারী পরবর্তীতে ১৯৩২ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৯৩১ সালে ড. অনুকুল চন্দ্র সরকার সরাসরি বিভাগে প্রফেসর হিসেবে যোগদান করেন। ১৯১২-১৯১৩ সেশনের শিক্ষক তালিকায় বিদ্যমান ল্যবরেটরী সহকারী বাবু খিরোদ মোহন সেন পরবর্তীকালে ১৯১৮ সালে প্রদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ১৯৩৪ সালে প্রফেসর হওয়ার গৌরব অর্জন করেন এবং ১৯৪২ সালে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন।
১৯৩৩ সালে রসায়ন বিভাগের শিক্ষক তালিকা নিম্নরুপঃ
- প্রফেসর ড. অনুকুল চন্দ্র সরকার – বিভাগীয় প্রধান (deputation)
- প্রফেসর কুমুদ নাথ চৌধুরী ( কে. এন. চৌধুরী)
- প্রফেসর বিরেন্দ্রভূষন অধিকারী, এম.এ., বি.ই.এস.
- বাবু নির্মলেন্দুনাথ রায়, এম.এসসি. – প্রভাষক
- বাবু খিরোদ মোহন সেন, এম.এ. প্রদর্শক
- বাবু বণিকান্ত ব্যানার্জি, এম.এসসি. – প্রদর্শক
- বাবু শৈলেন্দ্র নাথ সেন, এম.এসসি., ল্যবরেটরী সহকারী
পরবর্তী বছর অর্থাৎ ১৯৩৫-১৯৩৬ সেশনে উপরোক্ত শিক্ষকমন্ডলীর সাথে নুতন একজন যুক্ত হন, তিনি ছিলেন প্রফেসর ড. সুবোধ কুমার মজুমদার, এম.এ. পি.এইচডি. । পরবর্তীতে ১৯৩৮-১৯৩৯ সেশনে প্রদর্শক প্রিভানাথ কুন্ডু অন্যত্র গমন করায় উক্ত পদে বাবু দিজেন্দ্রনাথ দাসগুপ্ত, এম.এসসি. প্রদর্শক হিসেবে নিয়োগ লাভ করেন।
বৃটিশ শাসন আমলে ১৯৪২ সালে রসায়ন বিভাগে সর্বশেষ ৬ জন শিক্ষক কর্মরত ছিলেন। তাঁদের তালিকা ছিল নিম্নরুপঃ ১. প্রফেসর খিরোদ মহোন সেন, এম.এ. – বিভাগীয় প্রধান ২. প্রফেসর বণিকান্ত ব্যানার্জি, এ.এসসি. ৩. বাবু দিজেন্দ্রনাথ দাস গুপ্ত, এম.এসসি., প্রদর্শক ৪. বাবু নির্মলেন্দুনাথ রায়, প্রভাষক ৫. জনাব কে. ওয়াহেদ বক্স, প্রভাষক ৬. বাবু এস.এন. চক্রবর্তী – প্রদর্শক
1942 সালে প্রফেসর খিরোদ মোহন সেন অবসরে যাওয়ার পর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর বনিকান্ত ব্যানার্জি এবং তিনি ১৯৪৮ সালে অবসরে গমন করেন। অতঃপর প্রফেসর মীর আহমদ হুসাইন বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। প্রফেসর মীর আহমদ হুসাইনের নেতৃত্ব বিভাগের শিক্ষকবৃন্দ হলেনঃ
১. প্রফেসর মীর আহমদ হুসাইন- বিভাগীয় প্রধান ২. মৌলভী মো. হারুনার রশীদ, প্রভাষক ৩. মৌলভী আনোয়ার আলী খন্দকার, প্রভাষক ৪. মৌলভী মোহাম্মদ আলী, প্রভাষক ৫. মৌলভী আব্দুন নবী, ল্যবরেটরী সহকারী।
উল্লেখ্য দেশ বিভাগের পর ১৯৪৮ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়ে সম্ভবত প্রতিকুল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিভাগে অনার্স কোর্স চালু ছিল না। ১৯৫২ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী অনার্স কোর্স চালু হলেও পরের বছরই অর্থাৎ ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্বের ন্যায় পুনরায় দু’বছর মেয়াদী অনার্স কোর্স চালু হয়।পরবর্তীতে ১৯৬০ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে ৩ (তিন) বছর মেয়াদী অনার্স কোর্স চালু হয়।
পরবর্তীকালে সম্ভবত ১৯৫২ সালে প্রফেসর আহমদ হুসাইন চট্টগ্রাম কলেজে বদলী হন এবং ১৯৫৬ সালে পুনরায় বিভাগে যোগদান করেন। তাঁর অনুপস্থিতিতে প্রফেসর ড. এস.এ. খান বিভাগের নেতৃত্ব দিতে থাকেন। ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত প্রফেসর মীর আহমদ হুসাইন একাধারে বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন এবং ঐ বছরেই তিনি অবসরে যান। ১৯৫৯ সালে ড. এম. কিয়াম উদ্দিন বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং ১৯৬২ সাল পর্যন্ত এ পদে বহাল থাকেন। ১৯৬২ সালে প্রফেসর ড. মো. হারুনার রশিদ বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহন করেন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর সময়কালে ১৯৬৯ সালে বিভাগে সাত জন শিক্ষক কর্মরত ছিলেন; তাঁদের নামের তালিকা নিম্নরুপঃ
১. প্রফেসর ড. এম. সিরাজুল ইসলাম, P/EPSES- বিভাগীয় প্রধান ২. জনাব মো. ওয়াজেদ আলী P/EPSES ৩. জনাব মো.মোসলেম আলী P/EPSES ৪. জনাব মো. জুহুরুল ইসলাম L/EPJES ৫. জনাব এ.জে. এম. রেজাউল হক চৌধুরী L/EPJES ৬. জনাব মো. গোলাম আকবর L/EPJES ৭. জনাব মো. মুজিবুর রহমান L/EPJES উপরে উল্লেখিত পদবীর অর্থ হলো P/EPSES- East Pakistan Senior Education Service. যাঁদেরকে বর্তমানে Professor পদমর্যাদার ধরা হয
এবং EPJES-East Pakistan Junior Education Service. যাঁদেরকে বর্তমানে Lecturer পদমর্যাদার ধরা হয়। মধ্যবর্তী আরেকটি পদ হলো EPES অর্থাৎ East Pakistan Education Service যা Assistant Professor পদমর্যাদার। পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলের শুরুর দিকে শিক্ষা ব্যবস্থাপনায় এই তিন শ্রেণির পদবিণ্যাস বিদ্যমান ছিল।
স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭২ সালে এ বিভাগেরই কৃতি শিক্ষার্থী ড. মো. আবুল কাশেম এর নেতৃত্ব ৯ (নয়) জন শিক্ষক কর্মরত ছিলেন। সে তালিকাটি নিম্নরুপঃ ১. প্রফেসর ড. মো. আবুল কাশেম – বিভাগীয় প্রধান ২. ড. মো. আব্দুল কাদের, সহকারী অধ্যাপক ৩. জনাব এস.এম. গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক ৪. জনাব মো. জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক ৫. জনাব মো. মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক ৬. জনাব মো. আরশাদ আলী, সহকারী অধ্যাপক ৭. জনাব মো. আব্দুস সালেক, প্রভাষক ৮. জনাব কমলেন্দ্র নারায়ন দাস, প্রভাষক ৯. জনাব এ.বি.এম. বজলুল করিম, প্রভাষক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯২ সাল পর্যন্ত ৩ (তিন) বছর মেয়াদী অনার্স ও ১ (এক) বছর মেয়াদী মাস্টার্স শেষপর্ব কোর্স চালু ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৩ সাল থেকে এ বিভাগে বি.এসসি. অনার্স, পাস ও মাস্টার্স কোর্সসমূহ পূর্বের নিয়ম আনুযায়ী পরিচালিত হতে থাকে। পরবর্তীতে ২০০১-২০০২ সেশন থেকে ৪ (চার) বছর মেয়াদী অনার্স, ৩ (তিন) বছর মেয়াদী ডিগ্রী পাস এবং এক বছর মেয়াদী মাস্টার্স শেষপর্ব কোর্স চালু হয়, যা বর্তমানে অব্যাহত আছে।
বিভাগের শিক্ষক পদবিন্যাস
একক বিভাগ হিসেবে যাত্রার প্রাক্কালে ১৯০৯ সালে এ বিভাগের পদবিন্যাস ছিল নিম্নরুপ- ১. অধ্যাপক – ০২ জন। ২. প্রদর্শক – ০১ জন। ৩. ল্যবরেটরী সহকারী–০১ জন।
পরবর্তীতে বিভিন্ন সময়ে শিক্ষক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ৩০ মার্চ -১৯৪৮ সালে কলেজ অধ্যক্ষের প্রতিবেদনে রসায়ন বিভাগের যে পদবিন্যাস পাওয়া যায় তা নিম্নরুপ-
১. অধ্যাপক- ০২ জন। ২. প্রভাষক- ০৪ জন। ৩. ল্যবরেটরী সহকারী- ০১ জন। পূর্বে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের কোন পদ শিক্ষা ব্যাবস্থাপনায় ছিল না। ১৯৬০ সালের পরে বিভাগে পদবিন্যাসের কিছু পরিবর্তন হয়। এ সময় বিভাগে পদবিন্যাস ছিল নিম্নরুপ- ১. অধ্যাপক–০১ জন, যাকে বলা হতো Senior Education Service (SES) ২. সহকারী অধ্যাপক – ০৩ জন, যাকে বলা হতো Education Service (ES) ৩. প্রভাষক–০৪ জন, যাকে বলা হতো Junior Education Service ((JES) এবং এ ছাড়া দুটি প্রদর্শকের পদ বিদ্যমান ছিল। বর্তমানে Enam commission এর রিপোর্ট অনুযায়ী রসায়ন বিভাগে শিক্ষকের মোট পদ সংখ্যা ১২ ।
বর্তমান শিক্ষক পদবিন্যাস নিম্নরুপ- ১. অধ্যাপক- ১ জন ২. সহযোগী অধ্যাপক – ০৩ জন ৩. সহকারী অধ্যাপক – ০৪ জন এবং ৪. প্রভাষক – ০৪ জন। এ ছাড়া দুই জন প্রদর্শকের পদ রয়েছে। বর্তমানে ল্যবরেটরী সহকারীর কোন পদ নেই।
বিভাগের শিক্ষার্থী আসন সংখ্যা
প্রতিষ্ঠালগ্ন থেকে অনার্স কোর্সে শিক্ষার্থী সংখ্যার অপ্রতুলতার কারনে সম্ভবত শিক্ষার্থী সংখ্যা নির্দিষ্ট ছিল না। এ ধারা বৃটিশ শাসন আমল পর্যন্ত অব্যাহত থাকে। পূর্বসুরীদের মাধ্যমে যতটুকু তথ্য পাওয়া যায়, তা হলো পাকিস্থান আমলে বিভাগে বি.এসসি. অনার্স কোর্সে শিক্ষার্থী আসন সংখ্যা ছিল ১৬ (ষোল)। স্বাধীনতা উত্তর তা বৃদ্ধি পেয়ে ২৫ (পঁচিশ) জনে দাঁড়ায়। 1995-১৯৯৬ সেশনে তা ৪০ জনে বৃদ্ধি পায়। ১৯৯৭-১৯৯৮ সেশনে অনার্স কোর্সে আসন সংখ্যা পুনরায় বৃদ্ধি পেয়ে ৭৫ এ দাঁড়ায়। ১৯৯৯-২০০০ সেশনে এ সংখ্যা পুনরায় বৃদ্ধি পেয়ে ৯০ হয়। বর্তমানে বিভাগে বি.এসসি. অনার্স কোর্সে শিক্ষার্থী আসন সংখ্যা ১৫৫।
রসায়ন বিভাগের অবদান
প্রাপ্ত তথ্য মতে প্রথম থেকে এ পর্যন্ত শতাধিক শিক্ষক এ বিভাগে কর্মরত ছিলেন এবং আছেন, যাঁদের অনেকেই এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং এ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। সে আমলে রসায়নের মত দুরূহ বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ ছিল না বললেই চলে। তবুও দেখা যায় প্রফেসর ড. পঞ্চানোন নিয়োজি, ড. সুবোধ কুমার মজুমদার (১৯৩৫), ড. এম.এ. সবুর(১৯৪৬), ড. এস.এ. খান (১৯৫৩), ড. মো. কিয়াম উদ্দিন (১৯৫৩)-এর মত অনেক শিক্ষাবিদ উচ্চতর গবেষণায় নিজেদেরকে নিয়োজিত রেখে শিক্ষার্থীদেরকে লেখা-পড়া এবং গবেষণায় অনুপ্রাণিত করেছেন। তাঁদের পথ ধরে পরবর্তীতে ড. মো. হারুনার রশিদ, ড. সিরাজুল ইসলাম, ড. মো. মাহবুবুর রহমান, ড. মো. আবুল কাশেম, ড. মো. মোবারক আলী আকন্দ, ড. নূর উদ্দিন আহমেদ, ড. মো. আব্দুল কাদের, ড. কমলেন্দু নারায়ন দাস, ড. নূরুস সাবা খানম, ড. মো. শাহজাহান, ড. মো. আবুল হায়াত, ড. মো. তৌফিক বিন করিম, ড. মো. সিরাজুল ইসলাম, ড. রেজিনা আক্তার বানু ও ড. ব্রজেন্দ্রনাথ সরকার এর মত স্বনামধন্য গবেষকগণ এ বিভাগে কর্মরত থেকে বিভাগকে ধন্য করেছেন। এছাড়া এ বিভাগেরই কৃতি শিক্ষার্থী প্রফেসর ড. আব্দুস সাত্তার, প্রফেসর ড. লুৎফর রহমান এর মত শিক্ষাবিদগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগকেও আলোকিত করেছেন। শুধু তাই নয় দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তাঁদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এছাড়া এ বিভাগেরই কিছু শিক্ষক বিভাগীয় দায়িত্ব পালনের সাথে সাথে কলেজ প্রশাসন এমনকি জাতীয় ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ধন্য হয়েছেন। যাঁদের নাম উল্লেখ না করলেই নয়। যেমন-
১. প্রফেসর মীর আহমদ হুসাইন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পর ১৯৫৭ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। ২. প্রফেসর মো. মোসলেম আলী, শুধু শিক্ষকই নন, এ বিভাগের একজন কৃতি শিক্ষার্থীও বটে। ১৯৮১ সালের দিকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পর ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি যথাক্রমে এন.এস. সরকারি কলেজ, নাটোর, নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনাতেও কৃতিত্বের সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা-এ অধ্যক্ষের দায়িত্ব পালনরত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে সরাসরি প্রশাসন ক্যাডারে যুগ্ম সচিব পদে পদায়ন করেন। তিনি সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীনে জাতীয় যাদুঘরের পরিচালকের দায়িত্ব পালন করে অবশেষে চাকুরী হতে অবসর গ্রহণ করেন। 3. বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. গোলাম আকবরও এ বিভাগের কৃতি শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৭ সালে প্রভাষক হিসেবে এ বিভাগে যোগদান করেন। অতঃপর ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন শেষে ১৯৯২ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ৪. প্রফেসর এ.জে.এম. রেজাউল হক চৌধুরী প্রথমেই রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত । পরবর্তীতে ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত অত্র বিভাগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। ৫. বর্তমান রাজশাহী কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান দীর্ঘ দিন রসায়ন বিভাগে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। অতঃপর ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত রাজশাহী কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে আসীন হন। পরবর্তীতে তিনি ২০১৪ সাল থেকে অদ্যাবধি রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর সময়কালে কলেজের একাডেমিক ও পরিবেশগত ঈর্ষণীয় উন্নতি সাধিত হয়। অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী কলেজ পরপর চতুর্থ বারের মত দেশ সেরা কলেজের মর্যাদা লাভ করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রসায়ন বিভাগে বর্তমান কর্মরত শিক্ষকবৃন্দের নামের তালিকা নিম্নরুপঃ
১. জনাব আ.জ.ম. মনিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, (যোগদান-০১/০৭/২০১৮) – বিভাগীয় প্রধান। ২. জনাব মো. হোসেন আলী, সহযোগী অধ্যাপক, (যোগদান-০৫/০৯/২০১৬) ৩. ড. রেজিনা আকতার বানু, সহযোগী অধ্যাপক, (যোগদান-০৯/১১/২০১৪) ৪. জনাব মো. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, (যোগদান-০৯/০৬/২০০৯) ৫. ড. ব্রজেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক, (যোগদান-১৪/০৩/২০১২) ৬. জনাব শবনম সুলতানা, সহকারী অধ্যাপক, (যোগদান-২১/১০/২০১৩) ৭. জনাব মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, (যোগদান-১১/০২/২০১৬) ৮. জনাব মো. এহসানুল হক, সহকারী অধ্যাপক,(যোগদান-১২/১১/২০১৬) ৯. জনাব মো. আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক, (যোগদান-০৮/০২/২০১০) ১০. জনাব উমামা মনিরা, প্রভাষক, (যোগদান-১১/০৭/২০১৮) ১১. জনাব মোসা. লাভলী খাতুন, প্রভাষক, (যোগদান-১৮/০৬/২০১৮)
বিভাগীয় প্রধান
প্রফেসর মোঃ আকতারুল ইসলাম
একাডেমিক লিংক
বিএসসি (অনার্স) কোর্স প্রথমে শুরু হয় | ১৮৭৮ |
প্রথম মুসলিম অনার্স ডিগ্রী প্রাপ্ত ছাত্র | সৈয়দ আবদুস সালেক (১৮৮৭) |
এম.এসসি. স্তরে রসায়ন কোর্স শুরু হয় | ১৮৯৫ |
প্রথম এম.এসসি. ডিগ্রী প্রাপ্ত ছাত্র | শ্রী এন.এন. লাহিরি (১৮৯৫) |
প্রথম মুসলিম অধ্যাপক | সৈয়দ আবদুস সালেক (১৮৯২) |
প্রথম প্রদর্শন শিক্ষক | বাবু বীরেন্দ্র ভূষণ অধিকারী ১ জুলাই ১৯০৬ |
প্রথম পিএইচ.ডি ডিগ্রিধারী শিক্ষক | প্রফেসর ডঃ পঞ্চানন নিয়োগী এম.এ |
বর্তমানে শিক্ষক সংখ্যা | ১২ |
নাম | সময়কাল |
ড. পঞ্চানোন নিওগি এম.এ | ১১/১১/১৯০৭-১৯২৪ |
হরিদাস মুখার্জী | ০৫/১২/২৪-১৫/০৮/৩১ |
ড. অনুকূল চন্দ্র সরকার | ১৯৩২-১৯৩৫ |
বীরেন্দ্র ভূষণ অধিকারী | ১৯৩৫-১৯৩৭ |
ক্ষীরোদ মোহন সেন | ১৯৩৭-১৯৪২ |
বনি কান্ত ব্যানার্জি | ১৯৪২-১৯৪৭ |
মীর আহমদ হোসেন | ১৪/০৮/৪৭-২৮/০২/৫৭ |
ড. মোঃ কিয়াম উদ্দিন | ১৯৫৭-১৯৬২ |
ড. মোঃ হারুন অর রশিদ | ০২/০৬/৬২-২২/০১/৬৬ |
ওয়াজেদ আলী | ১৯৬৬-১৯৬৯ |
ড. মোঃ সিরাজুল ইসলাম | ১৯৬৯-১৯৭১ |
মোঃ মোসলেম উদ্দিন মিয়া | ১৯৭১-১৯৭২ |
ড. মোঃ আবুল কাসেম | ০৩/০৪/৭২-২৩/০৪/৮০ |
মোঃ মোসলেম আলী | ৩১/০৮/৮১-৩১/১২/৮১ |
ড. মোঃ আব্দুল কাদের | ২৭/০১/৮২-০৮/১২/৮৬ |
মোঃ গোলাম আকবর | ০৯/১২/৮৬-২৭/১১/৯২ |
এ জে এম রেজাউল হক চৌধুরী | ২৯/১১/৯২-০১/১১/০০ |
মোঃ আরসাদ আলী | ০২/১১/০০-৩১/০১/০১ |
এ এম শাহাদাত হোসেন | ২২/০৪/০১-২১/০৮/০২ |
মোঃ আনিসুর রহমান | ৩১/০১/০৩-১৯/০৭/০৪ |
এ.বি.এম. বজলুল করিম | ২৫/১১/০৪-২৭/০২/০৫ |
ড. মোঃ শাহজাহান | ২৬/০১/০৬-০৬/০৪/০৬ |
মোহাম্মদ ইব্রাহিম | ০১/০৭/০৬-১৬/০৭/০৬ |
মোঃ আজিজুল ইসলাম | ১৭/০৭/০৬-২৯/০৪/০৭ |
মোঃ তহুর উদ্দিন | ০৬/০৫/০৭-০৪/০৭/০৭ |
মোঃ রেজাউল হক | ২৮/১১/০৭-২৬/১২/০৭ |
মোঃ ওমর ফারুক | ২৭/০২/০৮-২০/০১/১০ |
ড. মোঃ আবুল হায়াত | ২৭/০৩/১০-১০/০৭/১৪ |
ড. মোঃ তৌফিক বিন করিম | ১৯/০৮/১৪-০৪/১২/১৪ |
মোঃ মাইনুল ইসলাম | ২৭/১২/১৪-৩১/১২/১৬ |
মোঃ আনিসুর রহমান খান | ০২/০১/১৭-০৯/০৭/১৭ |
ড. মোঃ সিরাজুল ইসলাম | ৩০/০৭/১৭-০৬/০৩/১৯ |
এ জেড এম মনিরুল ইসলাম | ০৭/০৩/১৯-০৮/০২/২১ |
মোঃ আখতারুল ইসলাম | ০৯/০২/২১-চলমান |
অফিসিয়াল বিজ্ঞপ্তি, আদেশ ও সার্কুলার
বিভাগীয় শিক্ষক তালিকা
ক্রমিক | শিক্ষকের নাম | পদবী | ব্যাচ | মেধা | যোগদানের তারিখ |
---|---|---|---|---|---|
০১. | মোঃ আখতারুল ইসলাম (৯১২০) | অধ্যাপক | ১৪ | ৬১ | ০৯/০২/২০২১ |
০২. | আবু জাফর মোঃ মনিরুল ইসলাম (৪৬৪২) (অধ্যাপক) | সহযোগী অধ্যাপক | ১৬ | ১৯ | ২১/০৩/২০২৩ |
০৩. | মোঃ হোসেন আলী (৫৮৫৬) (অধ্যাপক) | সহযোগী অধ্যাপক | ১৬ | ২৭ | ২১/০৩/২০২৩ |
০৪. | মোঃ জাহাঙ্গীর আলী (১২৬৫৩) | সহযোগী অধ্যাপক | ২২ | ৬৭ | ? |
০৫. | শবনম সুলতানা (১৩৭৬৯) | সহকারি অধ্যাপক (সংযুক্ত) | ২২/১০/১৩ | ||
০৬. | ড. মাহমুদ হাসান তারেক (১৬৫৫৩) | সহকারি অধ্যাপক | ২৬ | ০৬ | ১৬/০৬/২০২২ |
০৭. | মোঃ মিজানুর রহমান (১৭৮৭৫) | সহকারি অধ্যাপক | ১১/০২/২০১৬ | ||
০৮. | মোঃ এহসানুল হক (১৭৮২৭) | সহকারি অধ্যাপক | ২৭ | ২৭ | ১২/১১/২০১৬ |
০৯. | মোঃ আব্দুস সামাদ (১৫৮১১) | সহকারি অধ্যাপক | আত্মীকৃত | ১৮/০২/২০২৪ | |
১০. | মোসাঃ লাভলী খাতুন (১৭১৩৫১৪১০৩৭) | প্রভাষক | ৩৫ | ৩৭ | ১৮/০৬/২০১৮ |
১১. | মোঃ হাসান মাহমুদ সিদ্দিক (১৮১৩৬১৪১০১৪) | প্রভাষক | ৩৬ | ১৪ | ১৩/০১/২০২২ |
১২. | মোঃ শামীম রতন (১৮১৩৬১৪১০৬৪) | প্রভাষক | ৩৬ | ৬৪ | ১৯/১০/২০২২ |
১৩. | প্রভাষক | ||||
১৪. | প্রদর্শন শিক্ষক | ||||
১৫. | প্রদর্শন শিক্ষক |