বিভাগ পরিচিতি

রাজশাহী কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শতবর্ষী কলেজ। দেশে শিক্ষার প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ, অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে। এই কলেজেরই একটি বুনিয়াদি বিভাগ হলো হিসাববিজ্ঞান। প্রশস্থ খেলার মাঠের পশ্চিম পাশের্^ সবুজে ঘেরা বৃক্ষাদির বৃক্ষাদির ফাঁকে ফুলার ভবনে ২য় তলায় বর্তমান হিসাববিজ্ঞান বিভাগ অবস্থিত। ১৯০৯ সালে মোহাম্যাডান ফুলার হোস্টেল নামে বর্তমান ফুলার ভবন একটি অনন্য সুন্দর স্থাপনা হিসেবে স্থাপিত হয়। ভবনটিতে সেই সময় মোট ৩৪টি কক্ষে ৮০জন আবাসিক ছাত্র অবস্থান করতে পারতো। রাজশাহী কলেজে দুটি হিন্দু

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

হোস্টেল নির্মাণ করা হলেও সেই সময় কোনো মুসলিম হোস্টেল ছিল না। একারণে তখন রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ খান বাহাদুর আহছান উল্লা’র প্রচেষ্টায় পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গর্ভনর ঝরৎ Sir Bamfylde Fuller ৭৫,০০০/- টাকা সরকারি অর্থ মুসলিম হোস্টেল নির্মার্ণের জন্য বরাদ্দ প্রদান করেন। এবং এই টাকা দিয়েই দ্বিতল ভবন “ফুলার মোহাম্যাডান বোর্ডিং হাউস” নির্মাণ করা হয়। ১৯৬১-৬২ সালেরদিকে ফুলার হোস্টেলের পরিসমাপ্তি ঘটলে ভবনটি তখন একাডেমিক ভবন হিসেবে ব্যবহার করা হয়। সেই সময়ে ভবনটিতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি ও ইসলামের ইতিহাস বিভাগের অবস্থান ছিলো। কিন্তু পরবর্তীতে কলেজের ভৌত অবকাঠামো উন্নয়নের ফলে কামরুজ্জমান ভবন ও পদার্থ বিজ্ঞান ভবন নির্মিত হলে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি ও ইসলামের ইতিহাস বিভাগ নতুন ভবনে বরাদ্দ পান। অত:পর শুন্য ফুলার ভবনটিতে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, দর্শন এবং আরবি ও ইসলামিক শিক্ষা বিভাগ স্থান করে নেয়। বাণিজ্য শিক্ষার কার্যক্রম আরো বিস্তৃতির ফলে নতুন করে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ এবং মার্কেটিং বিভাগ কলেজটিতে চালু করা হয়। ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে কোন পদ এখনো অনুমোদন না হওয়ায় বিভাগটি হিসাববিজ্ঞানের সংযুক্ত বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। একই ভাবে মার্কেটিং বিভাগে কোন পদ সৃষ্টি না হওয়ায় ব্যবস্থাপনা বিভাগের সংযুক্ত বিভাগ হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সে হিসেবে বর্তমানে ফুলার ভবনটিতে ৭টি বিভাগ অবস্থিত। হিসাববিজ্ঞান ও সংযুক্ত ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ ফুলার ভবনের ২য় তলায় অবস্থিত। এখানে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের জন্য একটি শীততাপ নিয়ন্ত্রিত সুস্বজ্জিত কক্ষ এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দায়িত্ব প্রাপ্ত বিভাগীয় প্রধানের জন্য একটি স্বতন্ত্র কক্ষ রয়েছে। এছাড়া বিভাগীয় অন্যান্য শিক্ষকদের জন্য একটি সুপরিসর শিক্ষক কক্ষ, দাপ্তরিক কার্যক্রমের জন্য একটি কম্পিউটার কক্ষ এবং আধুনিক বিভিন্ন লেখকের লেখা সমৃদ্ধ বইয়ের একটি সুপরিসর সেমিনার রয়েছে। হিসাববিজ্ঞান বিভাগটি ভবনের ২য় তলায় অবস্থিত হওয়ায় সব সময় আলো বাতাসের কোন কমতি নেই। ভবনের সামনের শত বছরেরও অধিক সময়ের বিশাল কড়াই গাছের ছাঁয়ায় ভবনটি সুশীতল থাকে। ভবনটির সামনে রাজশাহী কলেজের সুবিশাল খেলার মাঠ থাকায় কলেজের বিভিন্ন ক্রীড়া কর্মকান্ড ভবনের সংশ্লিষ্ট শিক্ষকদের কক্ষ থেকেই অবলোকন করার সুযোগ রয়েছে। সর্বশেষে ভবনটি একটি আধুনিক ভবন হিসেবে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছে সুপরিচিতি লাভ করেছেন। ইতিহাস শুধুই ইতিহাস। কালের স্বাক্ষী। ১৮৭৩ সালে এতদাঞ্চলের মানুষের শিক্ষারদ্বার উন্মোচনের মহান লক্ষ্যে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হলেও এখানে সার্বজনীন শিক্ষার প্রচলন ছিল না। অর্থাৎ কলেজটিতে ব্যবসায় শিক্ষার কোন সুযোগ ছিল না। ব্যবসায় শিক্ষার অবারিত সুযোগ থাকলেও এতদঞ্চলের মানুষ ব্যবসায় শিক্ষায় সমৃদ্ধ হয়ে ব্যবসা বাণিজ্যে আত্ননিয়োগ করলে ইংরেজদের একচেটিয়া ব্যবসার দিকটি প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হতে পারে এই হীনমানসিকতার কারণে ব্যবসায় শিক্ষার অনুমতি ছিল না। অতপর ইংরেজদের দুর্শাসনের অবসান ১৯৫০ সালের দিকে কলেজটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পর‌্যায়ে ব্যবসায় শিক্ষা ১৯৫৪ সালে ব্যবসায় শিক্ষায় স্নাতক প্রবর্তন করা হয়। সেই সময়ে ব্যবসায় শিক্ষার সর্বপ্রথম শিক্ষক হিসেবে দুইজন সৌভাগ্যবান ব্যক্তির নাম পাওয়া যায় তারা হলেন জনাব প্রফেসর আজমত উল্লাহ্ ও প্রফেসর আসগর আলী (সূত্র: কলেজ শিক্ষক তালিকা) পরবর্তীতে শিক্ষক হিসেবে প্রফেসর নুরুন্নবী অধ্যাপক নাজির উদ্দিন আহমদ, অধ্যাপক শাফায়াত আহমদ, অধ্যাপক আব্দুর রহমান, প্রফেসর গাজী আব্দুস সালাম, অধ্যাপক গোলাম মর্তোজা, অধ্যাপক শফীকুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, প্রফেসর মো: শামসুদ্দীন খান প্রমূখদের নাম পাওয়া যায় (সূত্র: কলেজ শিক্ষক তালিকা)

এভাবেই ব্যবসায় শিক্ষা শাখা স্বমহিমায় তাঁর আলোক বর্তিকা নিয়ে পথ চলতে থাকে। ১৯৭১ সালের বহু রক্তক্ষয়ে সংঘর্ষ ও ত্রিশলক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যখন স্বাধীনতার নতুন সূর‌্য উদিত হলো তখন দেশ শিক্ষা দীক্ষা, ব্যবসায় বাণিজ্য, শিল্প সাহিত্য ইত্যাদি নানাদিকে অভূতপূর্বে উন্নতি অর্জন করতে লাগলো। এরই ধারাবাহিকতায় ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদ চালু করা হয়। রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে কলেজটিতে বাণিজ্যে অনুষদের আওতায় হিসাব বিজ্ঞান বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। সে থেকেই আজ অবধি হিসাব বিজ্ঞান বিভাগ অত্যন্ত সুনাম ও সফলতার সাথে তার কার‌্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের নিকট বিভাগটি আজ জনবান্ধব হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। প্রথম বিভাগীয় প্রধান হিসেবে প্রফেসর গাজী আব্দুস ছালামের ভূমিকা অনস্বীকারর‌্য।

তিনি উচ্চ মাধ্যমিক স্তরের হিসাববিজ্ঞান গ্রন্থের প্রনেতা। বর্তমানে বিভগের ১২জন শিক্ষক রয়েছে। এরা অত্যন্ত, দক্ষ ও নিবেদিত প্রাণ শিক্ষক। বিভগের সকল কর্মকান্ডে সয়ংক্রিয় অংশগ্রহণ রয়েছে।

বিভাগীয় প্রধান

প্রফেসর ইসমত আরা বেগম

একাডেমিক লিঙ্কসমূহ

এক নজরে

বিভাগীয় প্রধানগণ

নাম সময়কাল
মোঃ নজরুল ইসলাম ২১/০৬/৯০-০৬/০৪/৯২
মোঃ আসাদুজ্জাামান ০৩/০৩/৯২-১১/০৩/৯৬
অরুণ কুমার ভট্টাচার্য ২৫/০৪/৯৬-০২/০৪/০০
রথিন্দ্রনাথ আচার্য ২১/০২/০২-২০/০৬/০৩
মোহাম্মদ গোলাম মঈনুদ্দিন ০৮/১১/০৩-৩১/০১/০৫
নিতাই চন্দ্র সাহা ০৬/১১/০৬-০৮/০৭/০৯
মোঃ আকবর আলী প্রাং ২৫/০১/০৬-০৬/১১/০৬
প্রদীপ কুমার সাহা ০৪/০৩/১০-২৮/০৮/১৪
এ. কে. এম সোলাইমান আলী ২৫/০৯/১৪-১৯/১২/১৫
আশীষ কুমার স্যানাল ১৪/০৩/১৬-১৮/০১/১৮
মোঃ আবদুল মজিদ ০৭/০৩/১৮-?
মোঃ যহুর আলী ?-?
ইসমত আরা বেগম ?-চলছে

ফটো গ্যালারি
বাজেট ফরম্যাট ডাউনলোড করুন
আমাদের সাথে যোগাযোগ

Contact Information:

Phone Number: +88 02588854407
E-mail: rc1873acc@gmail.com

Official Facebook page for this department

নোটিশ ও গুরুত্বপূর্ণ তথ্য

২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি।


২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি


২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির আবেদনঃ ১৭/০৫/২৪ থেকে ২৯/০৫/২৪ পর্যন্ত।


২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপ আবেদন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি


উচ্চ মাধ্যমিক অভ্যন্তরীন পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

বিভাগীয় শিক্ষক তালিকা

ক্র. শিক্ষকের নাম পদবী বিসিএস মেধা যোগদানের তারিখ
০১. ইসমত আরা বেগম (০০৬৭৬০) অধ্যাপক ১৬ ৯৬ ২৪/০৮/২০২৪
০২. মোঃ আবুল হাসনাত (৯১০৩) (অধ্যাপক) সহযোগী অধ্যাপক ১৮ ৫০ ২৫/০৯/২০২৪
০৩. আবু মোঃ ফসিউর (১২৭৬৪) সহযোগী অধ্যাপক ২১ ০৪ ২৫/০৭/২০২৩
০৪. মোঃ মমতাজ উদ্দীন মোল্লা (১৫৩৭৮) সহযোগী অধ্যাপক ২৪ ৭৭ ০১/১০/২০২৩
০৫. মোঃ এন্তাজ আলী (১৬০৫৩) সহকারি অধ্যাপক ২৬ ০৪ ১২/১১/২০১৬
০৬. মোসাঃ সাবমিলা খাতুন (০২৫০৪৪) সহকারি অধ্যাপক ৩২ ৩৩ ১৭/০৮/২০২৩
0৭. রেশমা আক্তার (০২৪৮১৪) সহকারি অধ্যাপক ৩২ ৩৭ ১৭/০৮/২০২৩
০৮. সহকারি অধ্যাপক
০৯. খাদিজা বেগম (১৬১৩৪১৫৬০২৬) (সহকারি অধ্যাপক) প্রভাষক ৩৪ ২৬ ১৮/০২/২০২৪
১০. সিফাতুন নাহার সাঈকী (১৬১৩৪১৫৬০৪৭) প্রভাষক ৩৪ ৪৭ ১২/০৪/২০১৮
১১. অনুতোষ কুমার প্রামানিক (১৬১৩৪১৫৬০৫২) প্রভাষক ৩৪ ৫২ ২০/০৮/২০১৮
১২. প্রভাষক

ইসমত আরা বেগম

অধ্যাপক ও বিভাগীয় প্রধান

মোঃ আবুল হাসনাত

অধ্যাপক

আবু মোঃ ফসিউর

সহযোগী অধ্যাপক

মোঃ মমতাজ উদ্দীন মোল্লা

সহযোগী অধ্যাপক

মোঃ এন্তাজ আলী

সহকারি অধ্যাপক

মোসাঃ সাবমিলা খাতুন

সহকারি অধ্যাপক

রেশমা আক্তার

সহকারি অধ্যাপক

খাদিজা বেগম

সহকারি অধ্যাপক

সিফাতুন নাহার সাঈকী

প্রভাষক

অনুতোষ কুমার প্রামানিক

প্রভাষক

বিভাগীয় শিক্ষবৃন্দ

ফুলার ভবনে বিভাগের সামনে বিভাগীয় শিক্ষবৃন্দ।

শীতকালীন বনভোজন

শীতকালীন বনভোজন উপলক্ষে ফটোসেশন।

শিক্ষা সফর

শিক্ষা সফর উপলক্ষে সমুদ্র সৈকতে।