Rajshahi College, Rajshahi

“Choose your career carefully and we’ll help you find your way..”

02 Admsn-FFup

প্রত্যেক বাটনের নিচে আবেদন, ভর্তি এবং ফরমপূরণের নির্দেশনা দেয়া রয়েছে। বাটন চাপার আগে নির্দেশনা ভালভাবে পড়ে নাও।

HSC Related

ভর্তিঃ ১৬/০৭/২০২৪ সকাল ০৯.০০ টা new
থেকে
২৩/০৭/২০২৪ দুপুর ০২.০০ টা পর্যন্ত।

স্থান: কলেজ অডিটোরিয়াম, দোতলা

Admission Fees: Tk. 3,020.00

উপরের বোতাম চেপে SSC Roll নম্বর (Admission Roll) নম্বর, বোর্ড, পাসের বছর এবং কোটায় ভর্তি হলে পাসওয়ার্ড দিয়ে প্রথমে আবেদন কর। তারপর রকেট একাউণ্ট থেকে নিচের অংশে প্রদত্ব নির্দেশাবলীর ধাপ-৩ মোতাবেক ভর্তি ফি (৩,০২০.০০ টাকা) পরিশোধ কর। ফি পরিশোধের পূর্বে নিশ্চিত হয়ে নাও যে Admission Roll বা আবেদনে লিখিত তথ্য সঠিক আছে কী না।

বিঃদ্রঃ- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন কর। অন্যথায় ভর্তি হতে পারবে না।

HSC কোর্সে ভর্তির ভর্তি বিজ্ঞপ্তি (কলেজ)

ভর্তিঃ ১৬/১১/২০২৩ থেকে  ২০/১১/২০২৩। new

প্রথমে উপরের HSC 2nd Year Admission বাটনে ক্লিক করে Student IDAdmission Level সিলেক্ট করে Next বাটন চাপার পর payment type-এর পুল-ডাউন মেনু থেকে তোমর নিজের জন্য প্রযোজ্য (Stipend অথবা Non-Stipend) ফি সিলেক্ট করে invoice তৈরি করে নাও। এরপর ফি পরিশোধ কর। তোমার মোবাইলে ফিরতি মেসেজ পেলে পেজ রিফ্রেস করে বা পুনরায় লিংকে গিয়ে Student IDAdmission Level দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

Fees:
> Stipend : Tk. 3,251.00
> Non Stipend : 3,491.00

ফরমপূরণ ১৮/০৪/২০২৪ থেকে ২২/০৪/২০২৪।

N.B: উচ্চ মাধ্যমিক সকল শিক্ষার্থীদেরকে প্রথমে অবশ্যই HSC Form Fillup লিংকে গিয়ে তাদের নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে invoice তৈরি করে নিতে হবে। তারপর নিচের নির্দেশনা মোতাবেক ফি পরিশোধ করে ফরমপূরণের Confirmation Slip ডাউনলোড করতে হবে।

HSC 2nd Year Exam Fees:

> Science Regular : Tk. 2,750.00
> Science Irregular : Tk. 2,850.00
> Business Studies Regular : Tk. 2,330.00
> Business Studies Irregular : Tk. 2,430.00
> Humanities Regular : Tk. 2,190.00
> Humanities Irregular : Tk. 2,290.00
> Humanities Regular 1 Practical : Tk. 2,330.00
> Humanities Irregular 1 Practical : Tk. 2,430.00
> Humanities Regular 2 Practical : Tk. 2,470.00
> Humanities Irregular 2 Practical : Tk. 2,570.00

Honours Related

দ্বিতীয় পর্যায়ের
আবেদনঃ ০৭/০৭/২০২৪ থেকে ১৫/০৭/২০২৪ খ্রিঃ। new

আবেদন ফিঃ টা, ৪৫০.০০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের লিংক বাটন চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় লিংকে গিয়ে প্রথমে আবেদন করে আবেদন ফরম ডাউনলোড করে নাও।

এরপর উপরের Honours Application বাটন চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল (Admission Roll) নম্বর দিয়ে কলেজে আবেদন কর। তারপর ৪৫০ টাকা ফি পরিশোধ কর। ফি পরিশোধে পূর্বে নিশ্চিত হয়ে নাও যে Admission Roll সঠিক আছে কী না।

বিঃদ্রঃ- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন কর। তারপর ফি পরিশোধ কর। অন্যথায় ভর্তি হতে পারবে না। যারা Admission Roll ভুল করে আবেদন করেছো এবং মেধা তালিকায় স্থান পেয়েছো তারাও সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন কর। তারপর ফি পরিশোধ কর। অন্যথায় ভর্তি হতে পারবে না।

ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (জাতীয় বিশ্ববি:)

যাঁচাইয়ের তারিখঃ ১২/০৫/২৪ ১৩/০৫/২৪ খ্রিঃ

ভর্তির তারিখঃ ১৪/০৫/২৪ খ্রিঃ new

মেধা তালিকা স্থানপ্রাপ্তরা Admission Roll এর বিপরীতে প্রথমে ফি পরিশোধ কর। তারপর Honours Admission লিংকে গিয়ে Admission Roll দিয়ে Next বাটন চেপে Confirmation Slip Admission Form ডাউনলো কর।

যদি কোন শিক্ষার্থী ভুল Admission Roll ব্যবহার করে আবেদন করে থাকে তবে তাকে পুনরায় Honours Applicaion লিংকে ক্লিক করে সঠিক Admission Roll দিয়ে ৪৫০/- টাকাসহ আবেদন করে Confirmation Slip-সহ কমিটিকে অবশ্যই অবহিত করতে হবে।

বিঃদ্রঃ- যে সকল ছাত্র-ছাত্রীর মাইগ্রেশন হয়েছে তারা আগামী ১০/০৬/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে Honours Admission লিংকে গিয়ে অনুরূপভাবে তাদের Admission Form ডাউনলোড করে নিবে। পরে আর এ সুযোগ থাকবে না।

কোটা তালিকায় স্থানপ্রাপ্তরা ১২/০৫/২৪ এবং ১৩/০৫/২৪ খ্রিঃ যথাক্রমে রবি ও সোমবার কমিটির নিকট কোটার পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমান উপস্থাপন করে যাঁচাইয়ের কাজ সম্পন্ন করবে। তারপর আগামী ১৪/০৫/২৪ খ্রিঃ মঙ্গলবার সকলে একসাথে ভর্তি হবে। Admission Roll এর বিপরীতে প্রথমে ফি পরিশোধ কর। তারপর Honours Admission লিংকে গিয়ে Admission Roll দিয়ে Next বাটন চেপে Confirmation Slip Admission Form ডাউনলো কর।

যদি কোন শিক্ষার্থী ভুল Admission Roll ব্যবহার করে আবেদন করে থাকে তবে তাকে ভর্তি শেষ হওয়ার পরের দিন (০১/০৬/২০২৩ খ্রিঃ) পুনরায় Honours Applicaion লিংকে ক্লিক করে সঠিক Admission Roll দিয়ে ৩২০/- টাকাসহ পুনরায় আবেদন করে কমিটিকে অবশ্যই অবহিত করতে হবে।

রিলিজ স্লিপে ভর্তিঃ ২৪/০৬/২৪ – ২৭/০৬/২৪ পর্যন্ত।

Admission Fees
  •  প্রথমে Admission Roll ব্যবহার করে আবেদন ফরম পূরণ করে Submit বাটন চাপলে পেমেণ্ট অপশন আসবে। তারপর Admission Roll-এর বিপরীতে পেমেণ্ট কর। এরপর Refresh করে অথবা পুনরায় উপরের বাটন চেপে Admission Roll ব্যবহার করে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।
  • যদি ফরম উন্মুক্ত না হয়ে সরাসরি পেমেণ্ট অপশন আসে তবে ভর্তির বিষয় নিশ্চিত হয়ে পেমেণ্ট কর এবং উপরের নিয়ম অনুসারে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।
  • কেউ যদি ইতোপূর্বে অন্য বিষয়ে ভর্তি হয়ে থাকো তবে কমিটির নিকট আবেদন কর। তাকে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে দেয়া হবে।

যে সকল শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন হয়েছে তারা Admission Roll ব্যবহার করে লগইন করে Admission Form ডাউনলোড করে বিভাগে জমা দাও।

পরিবর্তিত বিষয়ের ID জানতে উপরের 2nd Migration List বাটনে ক্লিক কর।

(বিঃ দ্রঃ তালিকার ডানে পেমেণ্ট পার্থক্য দেখানো হয়েছে। যারা ফেরত পাবে তাদের টাকা বন্ধনীর মধ্যে উল্লেখ আছে।)

১ম বর্ষ (সঃ) ফরমপূরণঃ ০১/০৭/২৪ – ০৭/০৭/২৪। new

৩য় বর্ষ (সঃ) ফরমপূরণঃ ১৩/০৩/২৪ – ১৯/০৩/২৪। new
বিলম্ব ফি-এর ৫,০০০.০০ টাকা রুপালী ব্যাংকে জমা দিতে হবে।

4th Year Fees3rd Year Fees

নিয়মিত শিক্ষার্থীরা ফরমপূরণের নিমিত্ত্বে প্রথমে Student ID এর বিপরীতে ফি পরিশোধ কর। তারপর Honours Online Form Fillup লিংকে গিয়ে Student ID দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীরা ফরমপূরণের নিমিত্ত্বে প্রথমে উপরের Honours Online Form Fillup বাটন চেপে Student ID এবং Exam Level সিলেক্ট কর এবং Next বাটন চেপে নিজের জন্য প্রযোজ্য অপশন নির্বাচন করে invoice তৈরি করে নাও এরপর ফি পরিশোধ কর। তারপর পেজ রিফ্রেস করে বা পুনরায় লিংকে গিয়ে Student ID দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

1st Year Hons Improvement Exam Fees:
> Improvement 7 papers : Tk. 2,570.00
> Improvement 6 papers : Tk. 2,320.00
> Improvement 5 papers : Tk. 2,070.00
> Improvement 4 papers : Tk. 1,820.00
> Improvement 3 papers : Tk. 1,570.00
> Improvement 2 papers : Tk. 1,320.00
> Improvement 1 papers : Tk. 1,070.00

আবেদন পদ্ধতিঃ প্রথমে উপরের Honours Admission Applicaion লিংকে ক্লিক করার পর Admission Roll দিয়ে Next বাটন চাপলে ফরম আসবে। তা পূরণ করে Submit বাটন চাপলে পেমেণ্ট অপশন আসবে। এরপর পেমেণ্ট কর। শেষে পেজটি রিফ্রেস অথবা পুনরায় লিংকে প্রবেশ করে Application Confirmation Slip ও Application Form ডাউনলোড কর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের Admission Roll নম্বরের সাথে Application Confirmation Slip এ উল্লেখিত Admission Roll নম্বরে গরমিল হলে পুনরায় আবেদন করতে হবে। অন্যথায় ভর্তি হতে পারবে না।

মেধা তালিকা স্থানপ্রাপ্তরা Admission Roll এর বিপরীতে প্রথমে ফি পরিশোধ কর। তারপর Honours Online Admission লিংকে গিয়ে Admission Roll দিয়ে Next বাটন চেপে Confirmation Slip Admission Form ডাউনলো কর।

বিজ্ঞপ্তিঃ প্রথমে Honours Online Admission লিংকে ক্লিক করার পর Admission Roll দিয়ে Next বাটন চেপে ফরম পূরণ কর। তারপর পেমেণ্ট করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের Admission Roll নম্বরের সাথে “Admission Confirmation Slip” এ উল্লেখিত Admission Roll নম্বরে গরমিল হলে কমিটির সাথে যোগাযোগ কর।

Degree (Pass) Related

আবেদনঃ ১০/০৬/২৪ থেকে ৩০/০৬/২৪ পর্যন্ত। new

Application Fee: Tk. 370.00

ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয়েই ন্যূনতম গ্রেড ৩.০০ থাকতে হবে।

উপরের বোতাম চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল (Admission Roll) নম্বর দিয়ে প্রথমে আবেদন কর। তারপর ৪০০ টাকা ফি পরিশোধ কর। ফি পরিশোধে পূর্বে নিশ্চিত হয়ে নাও যে Admission Roll সঠিক আছে কী না।

বিঃদ্রঃ- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন কর। অন্যথায় ভর্তি হতে পারবে না।

ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (রাজশাহী কলেজ)

ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (জাতীয় বিশ্ববি:)

ভর্তিঃ ১৮/০১/২৪ থেকে ২১/০১/২৪ পর্যন্ত। new

ভর্তির নির্দেশনাঃ  “প্রথমে অবশ্যই Admission Roll-এর বিপরীতে ফি পরিশোধ কর। এরপর উপরের Degree (Pass) Admission বাটন চেপে Admission Roll ব্যবহার করে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।”
সতর্কীকরণঃ মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
 “প্রথমে Admission Roll ব্যবহার করে আবেদন কর। তারপর Admission Roll-এর বিপরীতে পেমেণ্ট কর। এরপর Refresh করে অথবা পুনরায় উপরের বাটন চেপে Admission Roll ব্যবহার করে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।”
১ম বর্ষ স্নাতক ভর্তি ফি:
> বিএ, বিএসএস, বিকম (সাধারণ): Tk. 4,081.00
> বিএসসি (ব্যবহারিক সহ) : Tk. 4,381.00
উল্লেখ্যঃ বিএ, বিএসএস, বিকম শিক্ষার্থী যাদের ব্যবহারিক রয়েছে তাদেরকে ভর্তি ফি-এর অতিরিক্ত প্রতি বিষয়ের জন্য টা. ১০০.০০ হারে রুপালী ব্যাংকে জমা করে জমার রসিদ পেমেণ্ট কনফার্মেশন স্লিপের সাথে জমা দিতে হবে।
বিঃদ্রঃ- নিম্নলিখিত শিক্ষার্থীরা পূর্বে আবেদন করায় নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি ভর্তি ফি জমা দিয়ে কনফার্মেশন স্লিপ ও এডমিশন ফরম ডাউনলোড করবে।
6111017 4166517 4097767
4039915 4117507 4108034
2030050 4056915 4052416

৩য় বর্ষ সময়সীমাঃ ৩০/০৬/২৪ থেকে ০৪/০৭/২৪। new

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের লিংক

নিয়মিত, অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীরা প্রথমে উপরের Degree (Pass) Form Fillup বাটনে ক্লিক করে Student IDLevel সিলেক্ট করে Next বাটন চাপার পর payment type-এর পুল-ডাউন মেনু থেকে তোমর নিজের জন্য প্রযোজ্য ফি সিলেক্ট করে invoice তৈরি করে নাও এরপর ফি পরিশোধ কর। তারপর পেজ রিফ্রেস করে বা পুনরায় লিংকে গিয়ে Student IDLevel দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

3rd Year Exam Fees:
> Regular/Irregular (Without Parctical): Tk. 5,581.00
> Regular/Irregular (Parctical 1 Paper) : Tk. 5,981.00
> Regular/Irregular (Parctical 2 Paper) : Tk. 6,381.00
> Regular/Irregular (Parctical 3 Paper) : Tk. 6,781.00
> Improvement 7 papers : Tk. 1,520.00
> Improvement 6 papers : Tk. 1,420.00
> Improvement 5 papers : Tk. 1,320.00
> Improvement 4 papers : Tk. 1,220.00
> Improvement 3 papers : Tk. 1,120.00
> Improvement 2 papers : Tk. 1,020.00
> Improvement 1 papers : Tk. 920.00

ডিগ্রি কোর্সে ফরমপূরণ বিজ্ঞপ্তি (রাজশাহী কলেজ)

ডিগ্রি কোর্সে ফরমপূরণ বিজ্ঞপ্তি (জাতীয় বিশ্ববি:)

৩য় বর্ষঃ- ২২/১০/২৩ থেকে ২৯/১০/২৩ পর্যন্ত।

নিয়মিত, অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীরা প্রথমে উপরের বাটনে ক্লিক করে পর্যায়ক্রমে আইডি নম্বর ও payment type-এর পুল-ডাউন মেনু থেকে তোমর জন্য প্রযোজ্য অপশন নির্বাচন করে Next বাটন চেপে নিজের Invoice তৈরি করে নাও। তারপর পেমেণ্ট কর এবং কনফার্মেশন স্লিপ ডাউনলোড কর।

1st Year Exam Fees:
> Regular : Tk. 4,816.00
> Irregular : Tk. 5,116.00
> Improvement 6 papers : Tk. 1,420.00
> Improvement 5 papers : Tk. 1,320.00
> Improvement 4 papers : Tk. 1,220.00
> Improvement 3 papers : Tk. 1,120.00
> Improvement 2 papers : Tk. 1,020.00
> Improvement 1 papers : Tk. 920.00

Preliminary to Masters Related

আবেদনের সময়সীমাঃ ০৫/০৬/২৪ পর্যন্ত। new

Application Fee: Tk. 400.00

উপরের বোতাম চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল (Admission Roll) নম্বর দিয়ে প্রথমে আবেদন কর। তারপর ৪০০ টাকা ফি পরিশোধ কর। ফি পরিশোধে পূর্বে নিশ্চিত হয়ে নাও যে Admission Roll সঠিক আছে কী না।

বিঃদ্রঃ- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন কর। অন্যথায় ভর্তি হতে পারবে না।

প্রিলিমিনারী টু মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

মেধা ভর্তিঃ ২৪/০৬/২৪ – ০৩/০৭/২৪ পর্যন্ত। new

Admission Fees

“মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রথমে Admission Roll-এর বিপরীতে রকেট পদ্ধতিতে (নিচে উল্লেখ আছে) ফি পরিশোধ কর। এরপর উপরের বাটন চেপে Admission Roll দিয়ে Next বাটন চেপে Admission Confirmation SlipAdmission From ডাউনলোড কর।”

যদি কোন শিক্ষার্থী ভুল Admission Roll ব্যবহার করে আবেদন করে থাকে তবে তাকে পুনরায় Preli to Masters Application লিংকে ক্লিক করে সঠিক Admission Roll দিয়ে ৪০০/- টাকাসহ আবেদন করে Confirmation Slip-সহ কমিটিকে অবশ্যই অবহিত করতে হবে।

প্রিলি টু মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

প্রিলি-টু-মাস্টার্স কোর্সে ভর্তিচ্ছু যে সকল শিক্ষার্থী আবেদন না করেও মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের তালিকা নিম্নে দেয়া হলো। তাদেরকে Preli to Masters Application বাটন চেপে আগামী ৩০/০৬/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে আবেদন ফি বাবদ টা, ৪০০.০০ দিয়ে অবশ্যই আবেদন করতে হবে এবং Application Confirmation Slip Admission Form ডাউনলোড করে কমিটির নিকট জমা করতে হবে।

Preli to Masters Not Applied List

কোটা ভর্তিঃ ২৪/০৬/২৪ – ২৭/০৬/২৪ পর্যন্ত।

Admission Fees
  •  প্রথমে Admission Roll ব্যবহার করে আবেদন ফরম পূরণ করে Submit বাটন চাপলে পেমেণ্ট অপশন আসবে। তারপর Admission Roll-এর বিপরীতে পেমেণ্ট কর। এরপর Refresh করে অথবা পুনরায় উপরের বাটন চেপে Admission Roll ব্যবহার করে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।
  • যদি ফরম উন্মুক্ত না হয়ে সরাসরি পেমেণ্ট অপশন আসে তবে ভর্তির বিষয় নিশ্চিত হয়ে পেমেণ্ট কর এবং উপরের নিয়ম অনুসারে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।
  • কেউ যদি ইতোপূর্বে অন্য বিষয়ে ভর্তি হয়ে থাকো তবে কমিটির নিকট আবেদন কর। তাকে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে দেয়া হবে।

ফরমপূরণের সময়সীমাঃ ০৩/০৬/২৪ খ্রিঃ পর্যন্ত। new

From Fillup Fees

নিয়মিত শিক্ষার্থীরা ফরমপূরণের নিমিত্ত্বে প্রথমে Student ID এর বিপরীতে ফি পরিশোধ কর। তারপর Preli to Masters Form Fillup লিংকে গিয়ে Student ID দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীরা ফরমপূরণের নিমিত্ত্বে প্রথমে উপরের Preli to Masters Form Fillup বাটন চেপে Student IDLevel দিয়ে এবং নিজের জন্য প্রযোজ্য ফি সিলেক্ট করে invoice তৈরি করে নাও এরপর ফি পরিশোধ কর। তারপর পেজ রিফ্রেস করে বা পুনরায় লিংকে গিয়ে Student ID দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

অনিয়মিত শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তি ফি বাবদ টা, ৩০০.০০ অতিরিক্ত পরিশোধ করতে হবে।

Preli to Masters Improvement Exam Fees:
> Improvement 7 papers : Tk. 3,070.00
> Improvement 6 papers : Tk. 2,820.00
> Improvement 5 papers : Tk. 2,570.00
> Improvement 4 papers : Tk. 2,320.00
> Improvement 3 papers : Tk. 2,070.00
> Improvement 2 papers : Tk. 1,820.00
> Improvement 1 papers : Tk. 1,570.00

Masters Final Related

আবেদন:- ১৩/০২/২৪ থেকে ২২/০২/২৪ পর্যন্ত। new

Application Fee: Tk. 400.00

উপরের বোতাম চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল (Admission Roll) নম্বর দিয়ে প্রথমে আবেদন কর। তারপর ৪০০ টাকা ফি পরিশোধ কর। ফি পরিশোধে পূর্বে নিশ্চিত হয়ে নাও যে Admission Roll সঠিক আছে কী না।

বিঃদ্রঃ- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন কর। অন্যথায় ভর্তি হতে পারবে না।

ভর্তির তারিখঃ ২৩/০৫/২৪ — ২৭/০৫/২৪ পর্যন্ত। new

 “প্রথমে Admission Roll-এর বিপরীতে ফি পরিশোধ কর। এরপর উপরের বাটন চেপে Admission Roll দিয়ে Next বাটন চেপে Admission Confirmation SlipAdmission From ডাউনলোড কর। যদি না হয় তবে Reference IDPassword দিয়ে Signin করে ডাউনলোড কর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরমের সাথে বিভাগে জমা দাও।” ফি এর লিংকঃ  https://rc.edu.bd/fees-for-masters-final-admission/
 প্রথমে Admission Roll ব্যবহার করে আবেদন ফরম পূরণ করার পর Submit বাটন চাপলে পেমেণ্ট অপশন আসবে। তারপর Admission Roll-এর বিপরীতে পেমেণ্ট কর। এরপর Refresh করে অথবা পুনরায় উপরের বাটন চেপে Admission Roll ব্যবহার করে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।
যদি ফরম উন্মুক্ত না হয়ে সরাসরি পেমেণ্ট অপশন আসে তবে ভর্তির বিষয় নিশ্চিত হয়ে পেমেণ্ট কর এবং উপরের নিয়ম অনুসারে Payment Confirmation SlipAdmission From ডাউনলোড কর।
কেউ যদি ইতোপূর্বে অন্য বিষয়ে ভর্তি হয়ে থাকো তবে কমিটির নিকট আবেদন কর। তাকে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে দেয়া হবে।

ফরমপূরণের শেষ তারিখঃ ২৭/০১/২৪ পর্যন্ত। new

বিঃ দ্রঃ- বিলম্ব ফি বাবদ অতিরিক্ত টা, ৩,০০০.০০ রুপালী ব্যাংক, রাজশাহী শাখায় স্লিপের মাধ্যমে জমা দিতে হবে।

নিয়মিত শিক্ষার্থীরা প্রথমে Student ID এর বিপরীতে ফি পরিশোধ কর। তারপর Masters Final Form Fillup লিংকে গিয়ে Student IDLevel দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলোড করো।

অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীরা প্রথমে উপরের Masters Final Form Fillup বাটনে ক্লিক করে Student IDLevel দিয়ে Next বাটন চাপার পর payment type-এর পুল-ডাউন মেনু থেকে তোমর নিজের জন্য প্রযোজ্য ফি সিলেক্ট করে invoice তৈরি করে নাও। এরপর ফি পরিশোধ কর। ফি পরিশোধ করার পর পেজ রিফ্রেস করে বা পুনরায় লিংকে গিয়ে Student IDLevel দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলোড করো।

Masters Final Year Improvement Fees:
> Improvement 6 papers : Tk. 2,570.00
> Improvement 6 papers : Tk. 2,320.00
> Improvement 5 papers : Tk. 2,070.00
> Improvement 4 papers : Tk. 1,820.00
> Improvement 3 papers : Tk. 1,570.00
> Improvement 2 papers : Tk. 1,320.00
> Improvement 1 papers : Tk. 1,070.00

রাজশাহী কলেজে ভর্তি ও ফরম পূরণের নিয়মাবলী

Online Admission
বিভিন্ন স্তরে অনলাইন পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মাবলী:
ধাপ-১ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ও ফরম ডাউনলোডঃ
  • প্রথমে http://app11.nu.edu.bd/ লিংকে প্রবেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে ২ কপি প্রিণ্ট নিতে হবে
  • আবেদন ফরমে ভর্তির রোল নম্বর (Admission Roll) দেয়া থাকবে।
ধাপ-২ : রাজশাহী কলেজে আবেদনঃ
  • রাজশাহী কলেজের ওয়েবসাইট https://rc.gov.bd/admission-formfillup/ Link-এ প্রবেশ করতে হবে।
  • উক্ত পাতায় সংশ্লিষ্ট স্তরের সবুজ রং-এর Application বাটন ক্লিক করে Admission Roll বসিয়ে Next বাটনে ক্লিক করলে Application Form উন্মুক্ত হবে। উক্ত Form-এ পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ এবং ছবি আপলোডের পর Submit বাটন চাপলে আবেদন সম্পূর্ণ হবে এবং পেমেণ্ট অপশন আসবে এবং নিম্নোক্ত ৩নং ধাপ অনুসরণ করে পেমেণ্ট করতে হবে।
  • HSC এবং রিলিজ স্লিপে ভর্তির ক্ষেত্রে উক্ত পাতায় সরাসরি সংশ্লিষ্ট স্তরের কমলা রং-এর Admission বাটন ক্লিক করে Admission Roll (HSC ভর্তির ক্ষেত্রে SSC রোল) বসিয়ে Next বাটনে ক্লিক করলে Admission Form উন্মুক্ত হবে। উক্ত Form-এ পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ এবং ছবি আপলোডের পর Submit বাটন চাপলে আবেদন সম্পূর্ণ হবে এবং পেমেণ্ট অপশন আসবে এবং নিম্নোক্ত ৩নং ধাপ অনুসরণ করে পেমেণ্ট করতে হবে।
ধাপ-৩ : DBBL মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে আবেদন ফি পরিশোধঃ
  • যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
  • পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
  • নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
  • অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
  • Other 0 (Zero) সিলেক্ট করুন
  • রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
  • Bill No-এ আপনার Admission Roll (উদাহরণ :7458327) দিন (HSC ভর্তির ক্ষেত্রে SSC রোল নম্বর)
  • সংশ্লিষ্ট স্তরের ফি-এর পরিমাণ লিখুন
  • চার ডিজিটের PIN টাইপ করুন
  • OK/Send বাটন চাপুন
  • আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
**মোবাইলে রকেট এপ্লিকেশন (bill pay) ব্যবহার করে ফি পরিশোধ করা অনেক সহজ।
ধাপ-৪ : Application ফরম ডাউনলোড
  • উপরের ৩নং ধাপ অনুসরণ করে আবেদন ফি পরিশোধ করে পেজ রিফ্রেস করলে অথবা পুনরায় Admission Roll দিয়ে লগইন করলে ভর্তির মুল ফরম উন্মুক্ত হবে। উপরে Application Confirmation Slip ও Application Form ডাউনলোডের অপশন থাকবে।
  • সেখান থেকে তা ডাউনলোড করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের সাথে বিভাগে জমা দিতে হবে।
ধাপ-৫ : চুড়ান্ত ভর্তি এবং Admission Confirmation Slip ও Admission Form ডাউনলোডঃ
  • ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পেলে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ধাপ-৩ অনুসরণ করে প্রথমে সংশ্লিষ্ট শাখা বা বিভাগের জন্য নির্ধারিত ভর্তির ফিস পরিশোধ করতে হবে।
  • এরপর সংশ্লিষ্ট স্তরের Online Admission Link-এ প্রবেশ করে Admission Roll দিয়ে Next বাটন চাপলে অথবা Sign-in করলে ভর্তির তথ্যযুক্ত ফরম উন্মুক্ত হবে। সেখানে উপরে প্রদর্শিত ডাউনলোড লিংক থেকে Admission Confirmation SlipAdmission Form ডাউনলোড করা যাবে।

Online Form Fillup

বিভিন্ন কোর্সে অনলাইন পদ্ধতিতে Form Fillup-এর নিয়মাবলী:
  1. আবেদন ফরম সংগ্রহঃ
    • পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login) লিংকে রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে সংশ্লিষ্ট পরীক্ষা স্তরের Apply (For Students) বাটনে ক্লিক করার পর পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Next বাটন চাপলে ফরম উন্মুক্ত হবে।
    • সঠিকভাবে পূরণ করে ২কপি ডাউনলোড করে নিতে হবে।
  2. পরীক্ষার ফিস জমাঃ
    • নিয়মিত ছাত্র-ছাত্রী যাদের DBBL মোবাইল এ্যাকাউণ্ট আছে তারা নিজেদের একাউণ্ট থেকে অথবা এজেণ্ট বা অন্য একাউণ্ট থেকে ID No. এর বিপরীতে প্রথমে ফরমপূরণের ফি পরিশোধ করবে এবং পরে শিক্ষার্থী উপরে প্রদত্ত্ব তার সংশ্লিষ্ট স্তরের Online Form Fillup বাটন চেপে নিজের ID No.Level নির্বাচন করে Next বাটন চেপে পেমেণ্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করে নিবে।
    • অনিয়মিত ও বিভাগ উন্নয়ন ছাত্র-ছাত্রীদেরকে পেমেণ্ট অপশনে যাওয়ার আগে শিক্ষার্থী উপরে প্রদত্ত্ব সংশ্লিষ্ট স্তরের Form Fillup বাটন প্রেস এবং Click Here বাটনে ক্লিক করে ‍Student ID ও বিষয় সংখ্যা নির্বাচন করার পর Next বাটনে চাপ দিলে Invoice তৈরি হবে এবং পরিশোধযোগ্য ফিসের পরিমানসহ ডাচ্-বাংলা ব্যাংকের পেমেণ্ট অপশন আসবে। তারপর DBBL টাকা পরিশোধের পদ্ধতি অনুযায়ী পেমেণ্ট করতে হবে। এরপর পেমেণ্ট অপশনযুক্ত পেজটি Refresh করে অথবা পুনরায় উক্ত লিংকে প্রবেশ করে পেমেণ্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করবে।
      উল্লেখ্য Invoice তৈরি না হলে পেমেণ্ট করা যাবে না এবং ফরম ফিলআপও সম্ভব হবে না।
DBBL পদ্ধতিতে Online Form Fillup ফি পরিশোধঃ
  • যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
  • পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
  • নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
  • অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
  • Other 0 (Zero) সিলেক্ট করুন
  • রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
  • Bill No-এ আপনার Class ID (উদাহরণ-2019000003) দিন
  • টাকার পরিমাণ (উদাহরণ : টা, 4726) লিখুন
  • চার ডিজিটের PIN টাইপ করুন
  • OK/Send বাটন চাপুন
  • আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
  • ফরম পূরণের লিংক এ গিয়ে আপনার পেমেন্ট স্লিপ ডাউনলোড করুন।
**মোবাইলে রকেট এপ্লিকেশন (bill pay) ব্যবহার করে ফি পরিশোধ করা অনেক সহজ।

Helpline : From 10.00am to 3.00pm
DBBL Help Line- 16216

Helpline : From 10.00am to 3.00pm
DBBL Help Line- 16216